জাতীয়

ভৈরবে বিনামূল্যে করোনা ভাইরাসের প্রতিশেধক, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরন


মোঃ রাসেদুজ্জামান রাসেল:
কিশোরগঞ্জের ভৈরবে “আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন” এর উদ্যোগে,
সমাধান টিভির আয়োজনে আজ রোজ বৃহষ্পতিবার ভৈরব কেন্দ্রিয় শহীদ মিনার
প্রাঙ্গনে বিনামূল্যে করোনার ভাইরাস মহামারি প্রতিরোধে প্রতিশেধক হোমিও
ঔষধ, আর্সেনিক এ্যালব্-৩০, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস্ বিতরন
করা হয়। উক্ত কর্মসূচি উদ্বোধন করেন ভৈরব পৌরসভার মেয়র জনাব এড. ফকরুল
আলম আক্কাছ ও অত্র সংস্থার চেয়ারম্যান জনাব এড. মহিউদ্দিন জুয়েল। কর্মসূচি
আয়োজন করেন সমাধান টিভির চেয়ারম্যান জনাব মো: আব্দুল লতিফ (আরপিসি)।


এসময় উপস্থিত ছিলেন এড. খালেকুজ্জামান জুম্মন (পরিচালক), পৌর কাউন্সিলর
মোহাম্মদ আলী সোহাগ, পৌর কাউন্সিলর রাজিব সওদাগর, আসক জোনাল
ফাউন্ডেশনের সিনি. সহসভাপতি আরিফুল হক সুজন, এনামুল ইসলাম, মাসুদ
রানা, আলী মীরসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে গরীব, অসহায়-ছিন্নমূল মানুষদের স্বাস্থ্য সেবার দিকে লক্ষ্য রেখে
বিনামুল্যে ঔষধ বিতরন করা হয়। কর্মসূচির সহযোগীতায় ছিলেন হাসান
হোমিও হল এর সত্বাধিকারী আলহাজ্ব ডা. আবু বক্কর ছিদ্দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *