নরসিংদী প্রতিনিধি:
আদালতের বিজ্ঞ বিচারক, আইনজীবি, কর্মকর্তা ও সাধারণ মানুষকে, সুরক্ষা দিতে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে স্থাপন করা হয়েছে জীবানুনাশক ট্যানেল।
বৃহস্পতিবার (৪ জুন) ,নরসিংদীর পৌর মেয়র আলহাজ্ব মোঃ কামরুজ্জামান এর সৌজন্যে করোনা ভাইরাস প্রতিরোধে নরসিংদী জজ কোর্টের প্রধান ফটকের সামনে জীবাণুনাশক সুরঙ্গ( Disinfection tunnel) স্থাপন করা হয়। জীবাণুনাশক সুরঙ্গ (ট্যানেল) স্থাপন শেষে তা উদ্বোধন করেন, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ।
এ সময় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম , নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিজানুর রহমান নাজির আরমান, সম্পাদক এডভোকেট খন্দকার আতাউর রহমান, সাবেক সম্পাদক, বর্তমান নরসিংদী জজ কোর্টের জিপি এডভোকেট তারেক মোহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি, এডভোকেট জামান, এপিপি এড. মোঃ আলমগীর হোসেন, এডভোকেট মুনসুর আলী সিকদার সহ নরসিংদী জেলা আইনজীবি সমিতির সদস্যগণও আদালতের কর্মকর্তা কর্মচারীগণ।