বিশেষ প্রতিবেদন

ভৈরবে মুক্তিযোদ্ধা পরিবারকে প্রান নাশের হুমকি

মোশারফ হোসেন শ্যামল:
কিশোরগঞ্জ জেলাধীন ভৈরব পৌরসাভা জগন্নাথপুর (লক্ষীপুর) বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক এর সাথে পাশের বাড়ির রোমান গং দের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। এই বিরোধকে কেন্দ্র করে গত ৫/১১/১৯খ্রি বেলা ১১ টার সময় রোমান গংরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া সিরাজুল হকের বসত বাড়িতে অতর্কিত হামলা করে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে সিরাজুল হক রক্তাক্ত জখম হয় এবং তার স্ত্রী আছিয়া খাতুন ঘটনাস্থলে এসে তার স্বামীকে বাচাতে এগিয়ে আসলে তাকে চুল ধরে টানা হেছড়া করে মারধর করে শ্লীলতা হানি করে। পরে সিরাজুল হককে আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে ভর্তি করা হয়। এব্যাপারে সিরাজুল হকের ছেলে রেফায়েত উল্লাহ ভৈরব থানায় ১টি মামলা হয়,মামলা নং-১০। মামলার আসামী করা হয় রোমান, লোকমান, আমেনা বেগম। উক্ত মামলায় রোমান গ্রেপ্তার হয় এবং তাকে কোর্টে প্রেরণ করা হয়। আসামী পরবর্তীতে জামিনে বের হয়ে মুক্তিযোদ্ধার পরিবারকে প্রান নাশের হুমকি দিচ্ছে। বিবাদীগণ সন্ত্রাসী প্রকৃতির লোক। এতে অসহায় পরিবারটি আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছে। উপায়ন্ত না দেখে ভৈরব থানায় একটি সাধারন ডায়েরী করেন। ডায়েরী নং-৫৩৯। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সিরাজুল হক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *