মোঃ শাহনুর, ভৈরব প্রতিনিধি: কেন্দ্রিয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি কিশোরগঞ্জ ৬ ভৈরব কুলিয়ারচর আসনের বিএনপির মনোনীত প্রার্থী তৃনমূলের নেতা শীরফুল আলম ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা গায়েবি ২৬টি মামলা ভৈরব ও কুলিয়ারচর থানায় শরিফুল আলমকে প্রধান আসামি করে পৃথক দুটি মামলাসহ মোট ২৮টি মামলায় সোমবার উচ্চ আদালতের একটি বেঞ্চ আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে।
ঘটনার বিবরণে জানা যায়, ভৈরব – কুলিয়ার চর আসনের জনপ্রিয় মাটি ও মানুষের নেতা শরিফুল আলমকে আসন্ন জাতিয় সংসদ নির্বাচনে নির্বাচনী মাঠ থেকে দুরে রেখে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য ক্ষমতাসীন দলের ইজ্ঞিতে ঢাকার বিভিন্ন থানায় ঘটনা ছাড়া শরিফুল আলমকে প্রধান আসামি করে ২৬টি মামলা ২৮ অক্টোবর ১৮ জন বিএনপি নেতাকর্মী সহ অজ্ঞাতনামা দুই থেকে আড়াইশ জনকে আসামি করে ভৈরব থানায় একটি গায়েবি মামলায় ৪ঠা নভেম্ভর ১৬ জন বিএনপি নেতাকর্মীর নামসহ প্রায় েেদড় শতাধিক অজ্ঞাতনামা আসামি করে কুলিয়ার চর থানায় একটি গায়েবি মামলাসহ মোট ২৮টি মামলা দায়ের করে। ফলে নির্বাচনি কাজ থেকে দুরে ছিলেন শীরফুল আলম সহ বিএনপি নেতাকর্মীরা। উচ্ছ আদালত আগাম জামিন মঞ্জুর করায় তিনি অচিরেই নির্বাচনী কর্মকান্ডে ঝাঁপিয়ে পড়বেন বলে বিএনপি সুত্রে জানা যায়।