সমাধান ডেস্ক: জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ চেয়েছে বিএনপি।
একই সঙ্গে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। এছাড়া, নির্বাচনে ইভিএম বাতিল, সামরিক বাহিনী মোতায়েন এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও জানিয়েছে বিএনপি।
রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত এক জনসভায় দলটির পক্ষ থেকে ৭ দফা দাবি এবং ৯ লক্ষ্যের কথা জানানো হয়। এতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে বিএনপির দাবিগুলো এবং ক্ষমতায় আসলে বিএনপি কীভাবে দেশ পরিচালনা করবে সে বিষয়গুলো উঠে এসেছে।
জনসভায় সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব দাবি ও লক্ষ্য তুলে ধরেন।