মো:আশরাফ আলী বাবু,চীফ রিপোর্টার: কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারী বাপ্পী (১৯) হত্যা মামলার প্রধান আসামি আরেক ছিনতাইকারী জুটনকে (২২) গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শহরের বঙ্গবন্ধু রোডের ভৈরবপুর দক্ষিণপাড়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঝুটন ছিনতাইয়ের ঘটনাসহ বাপ্পীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে তাঁকে বিকেলে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, গত ১৩ আগস্ট বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভৈরব রেলওয়ে সেতু এলাকায় বেড়াতে আসে উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে আরিফুর রহমান, তার ছোট বোন আফরিন, প্রতিবেশী গোলাপ মিয়ার মেয়ে তানজিলা এবং জ্ঞাতি ভাই ছনছাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে সাগর (২০)। বেড়ানোর একপর্যায়ে বিকেল ৪টার দিকে তারা রেলওয়ে সেতু এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় কয়েকজন ছিনতাইকারী তাঁদের ছুরিকাঘাত ও মারধর করে সঙ্গে থাকা তিনটি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি সোনার চেইন ও এক হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়। তাঁদের সব কিছু ছিনিয়ে নেওয়ার পর ছিনতাইকৃত সোনার চেইন ও দামি মোবাইল ফোনসেট কে নেবে-এই নিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় বাপ্পী চেইনটি জোর করে নিতে চাইলে অপর ছিনতাইকারীরা তাঁর গলায় ছুরিকাঘাত করে মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে শিক্ষার্থীদের চিৎকার চেচামেচিতে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ বাপ্পীর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ছিনতাইকালে ছিনতাইকারীদের ছুরিকাঘাত ও কিল-ঘুষিতে আরিফুর রহমান, তার ছোট বোন আফরিন বেগম, প্রতিবেশী তানজিনা ও সাগর আহত হন। আহতদের মধ্যে আরিফুর রহমানকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আফরিন ও তানজিনা ভৈরবের জামালপুর টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আর সাগর ভৈরব হাজী আসমত কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানান তাঁরা। খবর পেয়ে নিহত বাপ্পীর বাবা শহরের আমলাপাড়া এলাকার মোবারক মিয়া এসে ছেলের লাশ শনাক্ত করেন। পরে এই ঘটনায় মোবারক মিয়া বাদী হয়ে ছিনতাইকারী জুটনকে প্রধান আসামি করে অপর চারজনের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করেন। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, গ্রেপ্তার হওয়া জুটন এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক অপরাধের মামলা রয়েছে। তিনি তাঁর সহযোগী ছিনতাইকারী বাপ্পীকে খুনের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঘটনার সঙ্গে আরো পাঁচ-ছয়জন জড়িত ছিল বলে তিনি পুলিশকে জানিয়েছেন। এক মাস চেষ্টার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে জানান তিনি।
Related Articles
ভৈরবে বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে জনসাধারনের মাঝে মাস্ক বিতরন
হারুন অর রশিদ, ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ এর অংশ হিসেবে বঙ্গবন্ধু সৈনিক লীগ, ভৈরব উপজেলা শাখার পক্ষ থেকে আজ বৃহ:পতিবার সকাল ১০ ঘটিকায় জনসাধারনের মাঝে দুর্জয় মোড়স্থ ও আশেপাশের এলাকায় মাস্ক বিতরন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এম এ মান্নান, সভাপতি মো: জামাল উদ্দিন, […]
ভৈরবে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ২ জনসহ ৩ জন গ্রেফতার
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধিঃ ভৈরবে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ২ আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ । এদের মধ্যে চেক জালিয়াতির মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত নুর মোহামদকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানায় শ্রী-নগর গ্রামের ইসমাইল মিয়ার পুত্র আলী আকবর (৩০ ) কে ২০১১ সালে গাজঁাসহ গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ । একই […]
সাংবাদিকদের হয়রানিমুলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ মুক্তির দাবিতে ভৈরবে মানববন্ধন অনুষ্ঠিত
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি: দূর্নীতিবাজরা তাদের কালো থাবার মাধ্যমে সত্যের কলমকে স্তব্ধ করতে সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের মাধ্যমে একের পর এক সাংবাদিককে রাতের আঁধারে গ্রেফতার করা হচ্ছে। ডিজিটাল আইনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃত সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে ভৈরবে মানববন্ধন কর্মসূচী […]