মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে পুত্রবধূর বিরুদ্ধে রেজিয়া খাতুন (৬০) নামে এক বৃদ্ধা শাশুড়িকে মারধর ও হাতে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুত্রবধূ বিলকিছ বেগম রেজিয়া খাতুন এর বড় ছেলে আমির হামজার স্ত্রী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় রেজিয়া খাতুন বাদী হয়ে ছেলে আমির হামজা ও পুত্রবধূ বিলকিছ বেগমের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আমির হামজা তার বোন আছমা বেগমের কাছ থেকে গত ৮ বছর পূর্বে ২ লক্ষ টাকা ধার করেন। সেই টাকা আমির হামজার নিকট তার বোন আছমা বেগম বহুবার চাওয়ার পরও তাকে টাকা না দিয়ে উল্টো হুমকি ধামকি ও মারধর করে তাড়িয়ে দেন। বুধবার দুপুরে আছমা বেগম তার ভাই আমির হামজার কাছে টাকা চাইতে গেলে আমির হামজা ও তার স্ত্রী বিলকিছ বেগম অকথ্য ভাষায় গালমন্দ করে মারধর করতে থাকে। এ সময় আছমা বেগমের আর্তচিৎকার শুনে মা রেজিয়া বেগম মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে আমির হামজা ও তার স্ত্রী দুইজনে মিলে রেজিয়া বেগমকেও মারধর করতে থাকে। এক পর্যায়ে পুত্রবধু বিলকিছ বেগম শাশুড়ির হাতে ফোটানো গরম পানি ঢেলে দেন এবং ঘরের জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে আমির হামজা। এসময় মা- মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।