মো: লুৎফর রহমান (খাজা শাহ্): ঢাকা নদী বন্দরের পার্শ¦স্থিত বুড়িগঙ্গা নদীথেকে
ঢাকা সদর ঘাট নৌ থানার এস এই মো: আলআমিন মুন্সী সংগীয় কনস্টেবল মো:
আব্দুল ওহাবকে নিয়ে অজ্ঞাত নামা এক যুবকের লাশ উদ্ধার করেছে। নৌ থানার
সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক নব অভিযানের বিশেষ প্রতিনিধি,
সমাধান টিভি ডট কম এর ব্যাবস্থাপনার পরিচালক লেখক ও সাংবাদিক মো: লুৎফর
রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান বিগত ২৩ মে ৯৯৯ এর সংবাদ সূত্রে
ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন শ্যাম বাজার লঞ্চ ঘাট সংলগ্ন ফরাশগঞ্জ
এলাকার পার্শ¦ স্থিত বুড়িগঙ্গা নদীর পাড় থেকে ২০০ মিটার দুরবর্তী পানিতে
ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের বয়স অনুমান ৩২ বছর এর লাশ উদ্ধার পূর্বক
ঢাকা সদরঘাট নৌ থানার এস এই মো: আলআমীন মুন্সী লাশের সুরত হাল
রিপোর্ট তৈরি করে সি আই ডি পুলিশের টিম কে দিয়ে উদ্ধারকৃত লাশটির
ফিঙ্গার প্রিন্ট দেওয়া পর ময়না তদন্তের জন্য স্যারসলিমুল্লাহ মেডিকেল কলেজ
হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। লাশটির পরনে ব্লু রং এর জিন্সের পেন্ট গায়ে
হাফ হাতা কাল ও হলুদ রং এর গেঞ্জি পরিহিত ছিল। এস আই মো: আললামিন মুন্সী
জানান লাশের গায়ে কোন প্রকার জখমের চিহ্ন পাওয়া যায়নি। অজ্ঞাত যুবকের
মৃত্যুটি হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু এমন এক প্রশ্নের জবাবে এস আই
মো: আলআমীন মুন্সী বলেন “ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে
বিস্তারিত জানা যাবে’’। ময়না তদন্তের পর লাশটির কোন প্রকার অভিবাক না
পাওয়ায় আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে দক্ষিন কেরানীগঞ্জ
থানায় অপমৃত্যু মামলা নাম্বার ৪৩ তারিখ: ২৪-০৫-২০২৪ ইং দায়ের করা হয়েছে।
ঢাকা নদী বন্দর সদরঘাটস্থিত নৌ থানার এস আই মো: আলাআমীন মুন্সী
মামলাটির তদন্ত করছেন।