বরগুনা সংবাদদাতা : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদের মাঝের চরে র্যাব-৮ এর সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্য কাজল নামের এক জলদস্যু নিহত হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে র্যাব ওই এলাকায় অভিযান চালায়।
র্যাব-৮ বরিশাল উইংয়ের কমান্ডার হাসান ইমন আল রাজী জানান, একটি সংঘবদ্ধ জলদস্যু বাহিনী বঙ্গোপসাগরের জেলেদের ট্রলারে ডাকাতির প্রস্ততি নিয়ে পাথরঘাটার রুহিতা মাঝের চরে অবস্থান নিয়েছে, এমন খবরে র্যাব-৮ এর একটি দল সেখানে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা র্যাবকে লক্ষ করে গুলি ছোঁড়ে। জবাবে র্যাবও পাল্টা গুলি চালায়।
প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির পর দস্যু বাহিনী পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় জেলেরা ওই ব্যক্তিকে জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য কাজল হিসেবে শনাক্ত করে। তবে নিহতের ঠিকানা এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।