নিজস্ব প্রতিবেদক : সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।
সোমবার নির্বাচন কমিশনে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে দলটির দাবির পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেন।
শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘আসন্ন তিন সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। পরিবেশ ভালো রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে প্রশাসনকে।’
তিনি বলেন, আজ বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা কিছু দাবি জানিয়েছে। সেটা খতিয়ে দেখা হবে, যে কাউকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে কি না। আমরা পুলিশ প্রশাসনকে পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার না করার নির্দেশনা দিয়েছি।
এছাড়া তাদের আমরা পোলিং এজেন্টের নামের তালিকা দিতে বলেছি। সেটা আমরা পুলিশ প্রশাসনকে দেবো, যেনো হয়রানি না করা হয়।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিসি ক্যামেরা গাজীপুরেও ব্যবহার করা হয়েছিল। সেক্ষেত্রে তিন সিটিতেও কিছু কেন্দ্রে ব্যবহার করা হবে।