সমাধান টিভি: ক্রীড়া ডেস্ক: আজ রবিবার ২২ জুলাই ২০১৮ খ্রি. বিকাল ৪ ঘটিকায় ভৈরবের পঞ্চবটি বালুর মাঠে মাদক কে না বলুন শ্লোগান নিয়ে অনুষ্ঠিত হল ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মাঝে ফুটবল প্রীতি ম্যাচ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা আ: সাত্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আক্তারুজ্জামান, সাবেক কাউন্সিলর ৩নং ওয়ার্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুল লতিফ, চেয়ারম্যান সামাধান টিভি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর জোনাল কমিটির সভাপতি, আদিদুজ্জামান দুলাল-সিনিয়র সহ সভাপতি জেলা শ্রমীক দল। এতে এলাকার আরো গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত ম্যাচের উদ্দ্যোক্তা ছিলেন মোঃ মোস্তফা সিকদার-সহ সা:সস্পাদক আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর জোনাল কমিটি এবং মোঃ জনি আহমেদ, ইফতি আহমেদ, মঈন আহমেদ। আয়োজিত ম্যাচে আর্জেন্টিনার সমর্থকরা ২-১ গোলে জয়ী হয়। ম্যাচ শেষে সভাপতি সাহেব ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হতে পুরষ্কার স্বরুপ একটি খাসি তোলে দেন।
Related Articles
ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
নাটকীয় জয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩০৩ রানের টার্গেট ২ বল ও ৩ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে সফরকারীরা। অথচ অস্ট্রেলিয়ার শুরুটা ছিল একেবারেই নড়বড়ে। ৭৩ রান তুলতেই তারা হারিয়ে বসেছিল ৫ উইকেট। সেখান থেকে […]
মাহমুদউল্লাহর ফেরার দিনে জয়ে ফিরল প্যাট্রিয়টস
ক্রীড়া ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের প্রথম ম্যাচে একাদশে ছিলেন না মাহমুদউল্লাহ। প্যাট্রিয়টসও হেরেছিল। বাংলাদেশের অলরাউন্ডার আজ একাদশে ফিরতেই ভাগ্য ফিরেছে প্যাট্রিয়টসের। নিজেদের দ্বিতীয় ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৪২ রানে হারিয়েছে ক্রিস গেইলের দল। দলের জয়ে অবদান রেখেছেন মাহমুদউল্লাহ। ব্যাট হাতে ১০ বলে করেছেন ১৬ রান। পরে বোলিংয়ে এক ওভারে […]
জুভেন্টাসের জয়ের রাতে গোল বঞ্চিত রোনালদো
ক্রীড়া ডেস্ক: সিরি’আতে চলতি মৌসুমে এখনো পর্যন্ত শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে জুভেন্টাস। কিন্তু ক্লাবটির হয়ে সিরি’আতে গোলের অপেক্ষা যেন দীর্ঘ হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। গতকাল রাতে পার্মার বিপক্ষে জুভেন্টাসের ২-১ গোলে জয়ের রাতেও গোল পাননি রোনালদো। প্রতিক্ষের মাঠে জুভেন্টাসের কষ্টের জয়ে একটি করে গোল পেয়েছেন মারিও মানজুকিচ ও ব্লেইস মাতুইদি। তাদের গোলে লিগে টানা তৃতীয় জয়ের […]