জীবনযাপন

নাগর ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রিপোর্টঃরফিকুল ইসলাম রুবেল। নাগর ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে ১শত কম্বল বিতরণ করা হয়েছে। কিশোরগন্জ জেলার ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নে শীতার্ত সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় যেখানে চাহিদা অনেক ছিল তবে ফাউন্ডেশন তেমন ফান্ড না থাকায় ১শ কম্বল খুজে খুজে যাদের একান্তই প্রয়োজন তাদের কে দেয়া হয়। কম্বল বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রাইম ম্যগাজিন পাক্ষিক অপরাধ জগত ও দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ,মজ্জুম হযরত সিরাজুল ইসলাম কোরাইশী (রাঃ) মাজার শরীফের মৌতয়ালী তাজুল ইসলাম, মজ্জুম হযরত সিরাজুল ইসলাম কোরাইশী (রাঃ) মাজার শরীফের খাদেম জহিরুল ইসলাম, ভৈরব উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মনান্ন মিয়া, পথফুল পাঠশালার প্রতিষ্ঠাতা শামীম রহমান জয়, উক্ত আয়োজন পরিচালনা করেন নাগর টিভি প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিল সরকার,দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার ভৈরব প্রতিনিধি মোঃনাঈম মিয়া নাগর টিভির উপস্থাপিকা বৃষ্টি আক্তার, কোরআন তেলোয়াত করেন মোশারফ হোসেন সোহরাব। সঞ্চালনায় নাগর টিভি ও নাগর ফাউন্ডেশনের চেয়ারম্যান শামসুল হক মামুন। প্রধান অতিথি বক্তব্যে বলেন কালিকা প্রসাদে সাহস করে অল্প বয়সে শামসুল মামুন এবং নাগর টিভির কলাকৌশলী নাগর ফাউন্ডেশন সদস্যরা শীতার্তদের পাশে দাড়ানোর চেষ্টা করেছে কালিকা এমন আরো অনেক ইয়াং ছেলেরা এগিয়ে আসুক যাদের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা যাবে। মানুষ মানুষের জন্য এটা আমরা মনে প্রাণে ধারণ করি তাহলেই আমরা মানুষের জন্য কিছু করতে পারব দোয়া করি নাগর ফাউন্ডেশন এগিয়ে যাক। নাগর টিভি ও নাগর ফাউন্ডেশনের চেয়ারম্যান শামসুল হক মামুন বলেন,, নাগর টিভির আয়ের ২০% নাগর ফাউন্ডেশন মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করব আজকে ঘোষনা দিচ্ছি নাগর টিভি ছাড়া ও আমার ব্যক্তিগত আয়ের ২০% টাকা নাগর ফাউন্ডেশনের মাধ্যমে আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করব। আজকে কম্বল বিতরণ আমাদের সাথে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল আমরা আশাবাদী নাগর ফাউন্ডেশন মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *