আলঙ্গীর হোসেন, শ্রীমাঙ্গল প্রতিনিধি: সংসদে সদ্য পাস হওয়া পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
শ্রমিকদের ধর্মঘটের ফলে সোমবার গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো গাড়ি। সকাল থেকে ঢাকার সড়ক গণপরিবহন শূন্য। ফলে সাধারণ মানুষ পড়েছে বিপাকে। তবে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিকশা, ভ্যান, অটোরিকশা চলছে।
শ্রীমঙ্গল এর কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, যানবাহনের জন্য অফিসগামী যাত্রীরা অপেক্ষা করছেন। কেউ কেউ পায়ে হেটে গন্তব্যে যাচ্ছেন। অনেকে বাধ্য হয়ে রিকশা, অটোরিকশা বা রাইড শেয়ারিং নিচ্ছেন। তবে তাতেও মুক্তি নেই যাত্রীদের। এখানেও তাদের গুণতে হচ্ছে দ্বিগুণ থেকে তিনগুণ বাড়তি ভাড়া।
নাসরীন ইমা নামে এক অফিসগামী নারী বলেন, পুরুষরা তো হোটে অফিস যেতে পারছে কিন্তু নারীরা কি হেটে দূরের অফিসে যেতে পারে? ধর্মঘটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারীরা।
সড়ক দুর্ঘটনায় সাজা কমিয়ে আইন সংশোধনসহ আট দফা দাবিতে রোববার থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার এ পরিবহন ধর্মঘট শুরু হয়।