মো: শাহনূর: ভৈরবে শ্রমিক, কর্মচারী, পেশাজীবি, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ মুক্তিযোদ্ধা চেতনার লক্ষ্যে জনসভার আয়োজন করেন। আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব আন্ত:জেলা বাস টার্মিনালে আয়োজিত জনসভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি। জাতীয় শ্রমিকলীগ ভৈরব অঞ্চলের আহবায়ক মির্জা সুলাইমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া, ভৈরব পৌরসভার মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ প্রমুখ। জনসভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাসহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
জনসভায় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মুক্তিযোদ্ধা কোটা থাকবে, আমাদের সন্তানেরা চাকুরি পাবেনা, আলবদর রাজাকারের সন্তানরা চাকুরি পাবে তা হবেনা। মন্ত্রী বলেন, মেধা কাকে বলবো, যে মেধা সন্ত্রাস সৃষ্টি করে, যে মেধা জঙ্গি সৃষ্টি করে, যে মধা বাস পোড়ায়, গাড়ি পোড়ায়, বাড়ি পোড়ায়, যে মেধা মানুষ পুড়িয়ে মারে সে মেধা মানুষের কল্যাণ করতে পারে না। এসময় তিনি মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় বিশ্বাসী সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ৬দফা আন্দোলনের মাধ্যমে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নির্মুলের আহবান জানান।