আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দুই সপ্তাহ লকডাউন থাকবে মালয়েশিয়া। আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সোমবার (১৬ মার্চ) রাতে জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
ভাষণে তিনি বলেন, মালয়েশিয়া দুই সপ্তাহ লকডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা ১৮ মার্চ থেকে কার্যকর হবে। এ সময়ে কেউ মালয়েশিয়া প্রবেশ বা বের হতে পারবে না।
মুহিউদ্দিন বলেন, এ সময়ে সব ধরনের ধর্মীয় স্থান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস-আদালত বন্ধ থাকবে। শুধুমাত্র প্রয়োজনীয় সেবা চালু থাকবে।
নাগরিকদের এ সিদ্ধান্ত যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ধৈর্য সহকারে আমাদের এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, আতঙ্কিত বা উদ্বিগ্ন হবেন না, শান্ত থাকুন।
এ সময় তিনি পর্যাপ্ত খাবার, মেডিক্যাল সরঞ্জাম মজুদ রয়েছে বলেও মালয়েশিয়াবাসীকে আশ্বস্ত করেন।