মোঃ লুৎফর রহমান (খাজা শাহ): ডি.এম.পি সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মামুনুর রহমান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত স্নেহাশীষ রায়ের সহযোগীতায় এস.আই. মোঃ নাসিরুদ্দিন হাওলাদার, এস.আই. সুমন সরকার, এস.আই. মোঃ রনি চৌধুরী, এস.আই. পলাশ কুমার কুন্ড, এস.আই. মোঃ জাহাঙ্গীর হোসেন, এ.এস.আই. মোঃ দীন ইসলাম, এ.এস.আই. আব্দুর রহমান, এ.এস.আই. মোঃ কামাল হোসেন, এ.এস.আই. মোঃ ইকরাম হোসেন সহ থানার অন্যান্য সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগন পৃথক অপরাধ দমন-মাদক বিরোধী অভিযান চালিয়ে গত জুন মাসে ৩০ ব্যক্তিকে গ্রেফতার করে বিচারের নিমিত্তে সংশ্লিষ্ট কোর্টে সপর্দ করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ২৬ জন এবং নিয়মিত মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়। অপরদিকে গত জুন মাসে মাদক বিরোধী অভিযানে ২৮০টি ইয়াবা, ২৬ গ্রাম হেরোইন, ২শ৬০ গ্রাম গাঁজা ও ৫০ এম্পল নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডটকম এর ব্যবস্থাপনা পরিচালক, সততা ও বস্তুনিষ্ট সাংবাদিকতায় একাধিক স্বর্নপদক পুরষ্কার প্রাপ্ত লেখক, কলামিষ্ট, কবি ও সিনিয়র সাংবাদিক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।
Related Articles
নরসিংদীর বেলাবতে মামা কতৃর্ক বুদ্ধি প্রতিবন্ধী ভাগনীকে ধর্ষণের অভিযোগ ।
স্টাফ রিপোটার : নরসিংদীর বেলাব উপজেলার উজিলাব গাংকুল পাড়ার মোঃ আমজাদ হোসেনের বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে তাছলিমা আক্তার (১৭) কে পার্শ্ববর্তী সম্পকিত মামা , মৃত আব্দুল রহমানের ছেলে মোঃ হাবিবুর রহমান হাবি (৪৫) কর্তৃক ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকাল তিন ঘটিকার সময় , ধর্ষিতার মা জানায় আমি বাড়িতে না থাকায় আমার বুদ্ধি প্রতিবন্ধি […]
নরসিংদী জেলা কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে ৫ গুন বেশি বন্দী তাদের সংকুলানে হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ
স্টাফ রিপোর্টার, রাজু মিয়া ঃ নরসিংদী জেলা কারাগারে দিন দিন বেড়েই চলেছে বন্দীর সংখ্যা। ইতিমধ্যে ধারণ ক্ষমতার ৫ গুণ বেশী বন্দী নরসিংদী জেলা কারাগারে রয়েছে। যার ফলে দৈনিন্দিন কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ। এই জেলা কারাগারটি উদ্ধোধন হওয়ার পর বন্দী ধারণ ক্ষমতা ২৪৪ জন থাকলেও বন্দী রয়েছে ১১৪৫ জন। যার ফলে কারা কর্তৃপক্ষ থাকার […]
জাতীয় শোক দিবসে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুন্নতে খাতনা ক্যাম্প
মো: রফিকুল ইসলাম রুবেল,ভৈরব প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ভৈরবে ২৩ জন এতিম ও গরীব শিশুদের সুন্নতে খাৎনা , ঔষধ ও লুঙ্গি গামছা বিতরন করা হয়েছে । উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সপ্তাহ ব্যাপী স্বাস্থ্য সেবার অংশ হিসেবে সকাল থেকে দিন ব্যাপী ২৩ জন এতিম ও গরীব শিশুদেরকে বিনামূল্যে সুন্নতে খাৎনা করার পর ঔষধ, নতুন লুঙ্গি […]