মোঃ আলমগীর হোসেন, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতি
শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিলো ১৪৬৮০টাকা ।
ঘটনাটি ঘটেছে শ্রীমঙ্গলের সাতগাও এলাকায় মঙ্গলবার সকালে। জানা যায়, রুমি বেগম নামের এক কলেজছাত্রীকে শিক্ষা অফিসের কর্মকর্তা সেজে মোবাইলে কল দেয় এক ভুয়া শিক্ষা অফিসের কর্মকর্তা ।
রুমি বেগমকে কল দিয়ে বলে যে তাঁর উপবৃত্তির টাকা জমা হয়েছে শিক্ষা অফিসে, এই টাকা উত্তোলন করতে হলে তাকে শিক্ষা অফিসের বিকাশ একাউন্ট 01892763964 এই নম্বরে ১৪৬৮০টাকা পাঠাতে হবে ১ঘন্টার মধ্যে। টাকা বিকাশ করলে রুমি বেগমকে এক লক্ষ টাকা দেয়া হবে বলে জানায় ভুয়া শিক্ষা কর্মকর্তা।
কথাগুলো বিশ্বাস করে সকাল ১১টার সময় সাতগাও চৌমোহনাস্হ বিকাশ এজেন্ট পাপ্পু মল্লিকের দোকানে এসে উল্লেখিত টাকা বিকাশ করেন কলেজ ছাত্রী রুমি বেগম। টাকা বিকাশে পাঠানোর পর থেকেই নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে । প্রতারণার শিকার এই কলেজছাত্রী উক্ত মোবাইল নম্বরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করেছে