মোঃ আলমগীর হোসেন শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি
শ্রীমঙ্গল বেঙ্গল পলিমার লিঃ কম্পানীর ডিপু ইনচার্জ কে ঘোষের টাকা না দিতে পারায় চাকুরি হারালেন সিকিউরিটি গার্ড হানিফ সাহেব।
হানিফ সাহেব জানান,বিগত ৬ মাস যাবৎ বেঙ্গল পলিমার ওয়ারস লিঃ এ সিকিউরিটি গার্ড হিসাবে চাকুরি করতেছেন তিনি।পারিবারিক সমস্যার কারনে ছুঠি চাইলে ডিপু্ ইনচার্জ শফিকুল ইসলাম এবং ডিপু সুপার ভাইজার মিজাজ তালুকদার, হানিফ সাহেব কে বলেন ডিপু তার পরিবর্তে যদি কাউকে দিয়ে যেতে পারেন ডিউটি পরিচালনার জন্য তাহলে ছুঠি পাবেন। হানিফ সাহেব তাদের কথায় রাজি হয়ে সুরুজ আলী নামের একজন লোক তার পরিবর্তে দিয়ে ছুঠিতে যান। ছুটি থেকে আসার পর সিকিউরিটি হানিফ সাহেব তার ডিউটি চাইলে,ডিপু্ ইনচার্জ তাকে বলেন তার চাকুরি নাই। এবং তার দেওয়া লোক কে স্থায়ী ভাবে নিযুক্ত করা হয়ে গেছে। অসহায় হানিফ যখন ডিপু ইনচার্জ কে অনুরুদ করলে তিনি হানিফ সাহেব কে বলেন ১০ হাজার টাকা দিয়ে সুরুজ আলী সাহেব চাকুরি স্থায়ী করেছেন । এখন যদি এই ১০ হাজার টাকা তাকে দিয়ে দেওয়া হয় তাহলে তিনি তার চাকুরি ফিরে পেতে পারেন বালে জানান হানিফ সাহেব। তিনি বেঙ্গল পলিমার উদ্বোর্তন কর্মকর্তার কাছে এর বিচার,এবং ঘোষ চাওয়ার কারনে স্থানীয় প্রশ্বাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন হানিফ সাহেব।