জাতীয়

শিশু খাদ্য সংকট দূরীকরনের দাবীতে ভৈরবে কাকলি খেলাঘর আসরের মানবন্ধন


জয়নাল আবেদীন রিটন:
বন্যা ও করোনা আক্রান্ত শিশুদের যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণ ও শিশু খাদ্য সংকট দূরীকরনের দাবীতে কাকলি খেলাঘর আসর ভৈরব কর্তৃক মানবন্ধন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় খেলাঘরের কর্মসূচী হিসেবে আজ বুধবার বেলা ১১ টায় ভৈরবের সোহরাওয়ার্দী এভিনিউতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কাকলি খেলাঘর আসরের কর্মিবৃন্দ ছাড়াও বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। করোনার থাবা শেষ না হতেই বন্যায় ছেয়ে গেছে দেশের প্রায় অর্ধাঞ্চল । রাজনৈতি, সামাজিক সংগঠনগুলো ত্রান কার্যক্রম পরিচালনা করলেও শিশুদের নিয়ে কেউ ভাবছে না। দেখা দিয়েছে শিশু খাদ্যের সংকট। সংগঠনের সভাপতি সত্যজিৎ দাস ধ্রুব বলেন, শিশুরা চরম অমানবিক জীবন যাপন করছে। ‘শিশুরা ভাবনার বাইরে নয়’- এ সত্যটা তুলে ধরতেই খেলাঘর সারা দেশে আজ এ কর্মসূচী পালন করছে। খেলাঘরের নির্বাহী সদস্য ও সমাজকর্মী সুমাইয়া হামিদ দিয়া বলেন, ত্রান কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে শিশু খাদ্য রাখা জরুরী। বড়দের খাবার শিশুরা খেতে পারে না । তাই শিশুদের জন্য মানবিক সংকট তৈরীর পূর্বে সরকারসহ সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *