মোশারফ হোসেন শ্যমল, বিশেষ প্রতিনিধি: ভৈরব কবিতা পাটের আসর ও চাকুরীজীবী কল্যান সংস্থা, ভৈরব এর আয়োজনে ঐতিহাসিক প্রাচীন নগরী উয়ারী-বটেশ্বর নরসিংদীতে শিক্ষা সফর ও আনন্দ ভ্রমন। মুহাম্মদ হাবিবুল্লাহ্ পাঠানের নিজ বাড়িতে অধ্যাপক দ্বীপক সাহার সভাপতিত্বে উয়ারী-বটেশ্বর এর গুরুত্ব ও ইতিহাস নিয়ে আলোচনা ও শিক্ষনীয় তথ্যাদি প্রদর্শন করা হয়। আলোচনা সভায় মুহাম্মদ হাবিবুল্লাহ্ পাঠান ঐতিহাসিক স্থানের স্মৃতি চারণ করে তার বক্তব্য রাখেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, ংধসধফযধহঃা২৪.পড়স এর চেয়ারম্যান আব্দুল লতিফ (জচঈ) অধ্যাপক সাইদুর রহমান সভাপতি-কবিতা পাঠের আসর, ডা. আলমগীর, মো: জিয়াউর রহমান, মো: শরিফুল ইসলাম হৃদয়, ক্যাপটেন এইচ.এস সোহরাওয়ার্দী (অব:) অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক এনায়েত আহম্মেদ, আয়োজনে ছিলেন মুহাম্মদ হাবিবুল্লাহ্ পাঠান। সৌজন্যে ভৈরব চক্ষু হাসপাতাল।