ডেস্ক নিউাজ: লেখক, সাংবাদিক ও সম্পাদকদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ জাতীয় লেখক ও সাংবাদিক সংস্থার ২০২২-২০২৩ ইং সালের দুই বছর মেয়াদী নতুন পৃষ্ঠপোষক নির্ধারিত হবে আগামী ২০২২ ইং সালের ১ জুলাই। গত নভেম্বরের শেষ সপ্তাহে সংস্থাটির কার্যকরী কমিটির এক সভায় উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে সংস্থাটির কার্যালয় হিসাবে রাজধানীর বংশাল থানাধীন ১৫ নং মালিটোলাস্থ নাজমুল হুদা বাবলুর মালিকানাধীন ২য় তলার ১৬ নং কক্ষটি (সাড়ে ৪ ফুট প্রস্থ সাড়ে ৫ ফুট দৈর্ঘ্য) ব্যাবহৃত হচ্ছে। উল্লেখ্য যে, ডি.এম.পি বংশাল থানাধীন ৪নং মালিটোলা রোড নিবাসী ১৫ নং মালিটোলা রোডস্থ বাড়ীটির একাংশের স্বাত্বাধিকারী জনাব মোঃ নাজমুল হুদা বাবলু বর্তমানে ২০২০ ও ২০২১ ইং সালের দুই বছর মেয়াদী পৃষ্ঠ পোষক পদে বহাল রয়েছেন। ২০২২ ইং সালের ৩০ জুন জনাব নাজমুল হুদা বাবলুর পৃষ্ঠপোষক পদের মেয়াদ শেষ হবে। বলা বাহুল্য যদি জনাব নাজমুল হুদা বাবলু ২০২২ ও ২০২৩ ইং সালে পৃষ্ঠ পোষক থাকতে সম্মত হন তবে সংস্থার কার্যকরী কমিটি ও সকল সদস্যগন তা সাদরে গ্রহন করবেন বলে সভায় প্রস্তাব করা হয়। এ ব্যাপারে ২০২২ ইং সালের মার্চ মাসে সংস্থার কার্যকরী কমিটির সাধারন সভার বৈঠকের পরে জনাব নাজমুল হুদা বাবলুর সাথে কমিটির আলোচনা সাপেক্ষে চ‚ড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করা হবে। জনাব নাজমুল হুদা বাবলু এ ব্যাপারে সম্মত না হলে আলোচনা সাপেক্ষে অনুমতি পেলে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য, আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইবুনাল এর প্রসিকিউটর, মুক্তিযুদ্ধ স্মৃতিরক্ষা পরিষদের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য এবং ঢাকা আইনজীবি সমিতির সাবেক সভাপতি জনাব সৈয়দ রেজাউল রহমান অথবা বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ মান্নাফী অথবা ঢাকা আইনজীবি সমিতির সাবেক সভাপতি গাজী মোঃ শাহ আলমকে সংগঠনটির পৃষ্ঠ পোষক রাখার ব্যাপারে একাধিক কর্মকর্তা নাম প্রকাশ করে মতামত ব্যক্ত করেন। এছাড়াও সভায় সংগঠনের নামটি বাংলাদেশ জাতীয় লেখক ও সাংবাদিক সংস্থার পরিবর্তে বাংলাদেশ লেখক ও সাংবাদিক সংস্থা করা যায় কিনা এ বিষয়ে একাধিক কার্যকরী কমিটি সদস্য মতামত ব্যাক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।
২০২১-২০২২ ইং সালের দুই বছর মেয়াদি নির্বাচিত পৃষ্ঠপোষক হিসেবে জনাব মোঃ নাজমুল হুদা বাবলুকে সম্প্রতি বাংলাদেশ জাতীয় লেখক ও সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) ফুলের তোরা দিয়ে বরণ করে শুভেচ্ছা জানান। ছবি:- হারুনুর রশিদ মৃধা।