দেশজুড়ে

লাখাইয়ে দোকান কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মামলা নিতে ওসিকে আদালতের নির্দেশ

মোঃ জাহাঙ্গীর আলম,, হবিগঞ্জ- লাখাই প্রতিনিধি :

গত ১৮ জুলাই লাখাইয়ের বুল্লা বাজারে সাগর দাস ( ২২) নামে এক দোকান কর্মচারীর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর সাগর দাসের পিতা সেন্টু লাল দাস বাদী হয়ে লাখাই থানায় প্রিয়া সাউন্ড সিস্টেমের মালিক মোর্শেদ মান্নান রিপনসহ ৩ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকান্ডের দাবি করে লিখিত অভিযোগ দায়ের করেন । তবে তার লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিবদ্ধ করেনি পুলিশ । গত ২২ জুলাই এ সংক্রান্ত নিউজ বিভিন্ন দৈনিক অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হলে এলাকায় সমালোচনার ঝড় উঠে। এ ঘটনার পরপরই ( ২৪জুলাই) সাগর দাসের পিতা হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সিআর পেনাল কোড ১৫৪ ধারানুসারে আনীত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করতে লাখাই থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। সেইসাথে আদেশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে মামলা রুজু সংক্রান্তে অত্র আদালতে অবহিত করার নির্দেশ দেওয়া হয়। এ ব্যাপারে লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা এখনো পাই নি। পেলেই তাৎক্ষনিক মামলা রেকর্ড করা হবে। মৃত সাগর দাসের পিতা সেন্টু লাল দাস জানান, থানায় পুলিশ মামলাটি নেয়নি, তবে আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ায় হত্যাকান্ডের সুষ্ঠু বিচার হবে বলে আশাবাদী তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার চায় সাগর দাসের পরিবার ও স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *