লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং ইউনিয়নের ঐতিহ্যবাহী লাখাই সার্বজনীন মহাশ্মশানের কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল সোমবার ( ২৯) জানুয়ারি রাত ৮ টায় শ্রীশ্রী হরিনাম সংঘ কালিবাড়ী চালতাগাছ তলাায় অনুষ্ঠিত হয়। সভায় লাখাইয়ের হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শ্মশান কমিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্মশানের সার্বিক অবস্থা ও কমিটি গঠনের লক্ষ্যে মুক্ত আলোচনায় অংশ নেন লাখাই ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহাম্মদ রুপন লাখাই বাজার শ্রীশ্রী কালভৈরব মন্দির কমিটির সভাপতি যতিশ পাল, উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সিনিয়র সভাপতি বিরাজ চক্রবর্তী, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পুজা উদযাপন পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত , সাংবাদিক সূর্য রায়, , বিশিষ্ট ব্যবসায়ী সনজিত চন্দ্র রায়, ইউনিয়ন পুজা উদযাপন পরিষদ এর আহবায়ক গৌরাঙ্গ রায়, ঐক্য পরিষদের নেতা ও শ্রী শ্রী হরি নাম সংঘের সাধারণ সম্পাদক মিন্টু লাল দাস, গুপ্তহাটি হরি সংঘ মন্দির কমিটির সভাপতি আরাধন কর্মকার, শ্বপন শীল, সন্তুষ রায়, অষ্টলাল, দাস, নিশি কান্ত পাল, সুবীর সূত্রধর,, জয় কালি মন্দির কমিটির সাধারণ সম্পাদক অজিত সরকার, সুখন সুত্রধর, শ্রী কান্ত দাস, কৃতিশ দাশ, স্বপন রায় প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সকলের আলোচনার প্রেক্ষিতে নেতৃবৃন্দ লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহাম্মদ রুপন -কে সভাপতি সিনিয়র সহ-সভাপতি যতিশ পাল ও সাংবাদিক আশীষ দাশগুপ্ত -কে সাধারণ সম্পাদক আরাধন কর্মকার সাংগঠনিক সম্পাদক, সন্তোষ রায় কে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টামন্ডলীর নাম প্রস্তাব করলে উপস্থিত সকলে সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন