মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্):
কম্পিউটারের সফটওয়ারের মাধ্যমে বিভিন্ন মোবাইল ফোনের আই এম ই আই পরিবর্তন করার অভিযোগে কবির হোসেন ৩৭ কে র্যাব-৩ এর টহল টিম গ্রেফতার করেছে। বিবরণে জানাযায় র্যাব-৩ সি পি এস সি টিকাটুলীর ডিএডি মোহাম্মদ আলীর নেতৃত্বে এস আই মোঃ কামাল হোসেন সংগীয় ফোর্সদের নিয়ে এক অভিযান চালিয়ে ডি.এম.পি বংশাল থানাধীন ৬৭ আগামাসি লেনস্থ ভবনের ২য় তলা থেকে কুমিল্লা জেলাধীন চান্দিনা থানার কবির হোসেন কে গ্রেফতার করেছে। তাকে গ্রেফতারের পর কবির হোসেনের দখল হতে ৪টি মোবাইল ফোন আই এম ই আই পরিবর্তনের ডিভাইস, ১টি সি পি ইউ মনিটর, ১টি কিবোর্ড ও ২টি স্মার্ট ফোন উদ্বার করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা নং-৬১ তারিখ-৩০/০৩/২০২১ইং দায়ের করা হয়েছে বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক নবজীবনের যুগ্ম সম্পাদক, সমাধান টিভি ২৪ ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক, সততা ও বস্তুনিষ্ঠ সংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরুষ্কার প্রাপ্ত, কলামিষ্ট ও সিনিয়র সাংবাদিক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক স্বাক্ষাতে জানান।