আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র

রোহানির সাথে সাক্ষাতের প্রস্তাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানির সাথে যেকোনো কোনো সময় সাক্ষাতের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, কোনো শর্ত দিয়ে এই সাক্ষাৎ হবে না।

সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি যে কারো সাথেই সাক্ষাৎ করতে রাজি। আমি বৈঠকে বিশ্বাস করি।’

চলতি মাসের শুরুতে ট্রাম্প ও রোহানির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তারপর ট্রাম্পের তরফ থেকে এই আপোসমূলক মনোভাব প্রকাশ পেল।

গত মে মাসে মিত্র দেশ যুক্তরাজ্য, ফ্রান্সসহ জার্মানি, রাশিয়া, চীনের আপত্তি সত্ত্বেও ইরানের পরমাণু চুক্তি থেকে বের হয়ে আসে যুক্তরাষ্ট্র। ইরানের শাসকদের ওপর কড়া পদক্ষেপের হুঁশিয়ারি স্বরূপ দেশটির ওপর ফের অবরোধ আরোপের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন, যা আগামী কয়েক দিনে কার্যকর হওয়ার কথা।

মধ্যপ্রাচ্যে ইরানের কার্যকলাপ নিয়ে খুবই সন্দিগ্ধ যুক্তরাষ্ট্র। সৌদি আরব ও ইসরায়েলের এই মিত্র পরাশক্তি ইরানকে কোনো ছাড় দিতে চায় না।

তথ্য : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *