নরসিংদী জেলা প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলায় বহু রোগের এক চিকিৎসকের সন্ধান পাওয়া গেছে । তিনি ফি নেন মাত্র একশত টাকা । অনুসন্ধানে জানা যায়, রায়পুরা উপজেলার হাশিমপুরে বাদশা ডায়াগনস্টিক এন্ড ডক্টরস সেন্টারে রোগী দেখেন ডাঃ মোঃ আরিফুল ইসলাম । তিনি বহু রোগের চিকিৎসা করেন । এখানে নিয়মিত রোগী দেখেন । ভিজিট নেন মাএ একশত টাকা । তিনি মেডিসিন, সার্জারী ,এলার্জি,চর্ম ও যৌন, ডায়াবেটিস,বাত-ব
এ বিষয়ে জানতে বাদশা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাঃ মিজানুর রহমানের সাথে কথা বলতে গেলে দেখা যায় তিনি নিজেও রোগী দেখছেন।
তিনি জানান, সরকারি হাসপাতালে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত আছেন।পাশাপাশি নিজে এই প্রতিস্ঠানটি করেছেন ।
তিনি বলেন ভুল মানুষের হতেই পারে।এখানে সুমন নামের এক রোগী চিকিৎসার কাছে গেলে, ডাঃ আরিফুল তাকে পাঁচটা টেস্ট দেয় । এগুলো টেস্ট করতে গেলে পাঁচ হাজার টাকার কথা বলে।
সুমনের প্রশ্ন, এলার্জির জন্য এত টেস্ট কেন ? এ ব্যাপারে নরসিংদীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন,একজন ডাক্তার কিভাবে এত রোগের চিকিৎসা করেন তা আমার জানা নাই।