নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে মুজিববর্ষ উপলক্ষে ‘‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’’ কার্যক্রমের আওতায় উপজেলাজুড়ে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের আহবানে উপজেলার ২২টি ইউনিয়নসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজার পর্যায়ে একযোগে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা পরিষদ থেকে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ নাজমুল আলম, প্রাণীসম্পদ কর্মকর্তা কামরুল আহমেদ খাঁন, কৃষি কর্মকর্তা মাঈনউদ্দিন, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা কবির আহামেদ, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই, পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারি আফজালের রহমান এ অভিযানে অংশ নেন।