ভৈরব হইতে : এম.আর.ওয়াসিম
মাদক বিরোধী অভিযানে ভৈরবে ১১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধারাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত ভৈরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে। ভৈরব থানার ওসি মোখলেছুর রহমান জানান মাদক বিরোধী অভিযানে ১৪ হাজার পিছ ইয়াবা ইয়াবাসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।