জাতীয়

ভৈরব শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত

মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে । বিকেল সাড়ে চারটায় ভৈরব পানাউল্লারচর শহীদদের গনকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের শ্রদ্ধাজ্ঞাপন দোয়া মাহফিল ও উপজেলা পরিষদ চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পানাউল্লারচর বধ্যভূমিতে শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্বা সংসদ , ভৈরব থানা , ভৈরব পৌরসভা, উপজেলা স্বাস্থ্য বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, হাজী আসমত কলেজ, রফিকুল ইসলাম মহিলা কলেজ,মুক্তিযোদ্বা যুব কমান্ড সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। এ সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মোঃ জুলহাস হোসেন সৌরভ, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার মোঃ সিরাজ উদ্দিন, রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ মোঃ শরীফ উদ্দিন আহমেদ, হাজী আসমত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রউফ, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কিশোর কুমার ধর, ভৈরব পৌরসভার প্যানেল মেয়র মমিনুল হক রাজু, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও ভৈরব অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মোঃ আলাল উদ্দিন ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি এম আর সোহেল, প্রমুখ । এছাড়া ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ,, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, চিকিৎসক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এছাড়া ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভৈরবের বিভিন্ন রাজনৈতিক দল ,শিক্ষা প্রতিষ্ঠান ,সামাজিক সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালনের মাধ্যমে দিবসটি পালন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *