জাতীয়

ভৈরব রেলষ্টেশনে ৬৯০ যাত্রীর অর্থদন্ড

সোহেলুর হমান, ভৈরব প্রতিনিধি ॥
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনে ৬৯০ ট্রেন য্রাতীকে অর্থদন্ড করেছে রেলওয়ের ভ্রাম্যমান আদালত। নিবার দিনব্যাপী আদালত পরিচারিত হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন রেলওয়ে প্রধান বানিজ্যিক ব্যাব¯হাপক পূর্বাঞ্চলমোরাদ হোসেন।

এ সময় ভৈরব ষ্টেশনে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারি
বিভিন্ন ১২টি আন্ত:নগর ও বিভিন্ন মেইল ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারি ৬৯০ জন যাত্রীদের আটক করে রেলওয়ে ভ্রাম্যমান আদালত । বিনা টিকিটে ভ্রমনকারী আটককৃত যাত্রীদের কাছ থেকে ভাড়া ্ধসঢ়;ও জরিমানা বাবদ
নগদ ১ লক্ষ ১৪ হাজার ৯শত টাকা আদায় করা হয়।
রেলওয়ে সূত্র জানায়, বিনা টিকিটে ট্রেনে ভ্রমন রোধে দিনব্যাপী ভ্রাম্যমান
আদালত পরিচালিত হয় ভৈরব রেলওয়ে ষ্টেশনে । এসময় ভৈরব রেলওয়ে স্টেশন মাষ্টার মো:কামরুজ্জামান সহ রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ সঙ্গে ছিলেন। যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে ভ্রাম্যমান আদালতে সহয়তা করেন
ভৈরব রেলওয়ে পুলিশ , নিরাপত্বাাহিনীসহ আনসার সদস্যরা।

#####################
মোবাইল ঃ ০১৭৮৩-৮১ ৮৯ ৯৫, তারিখ ১৩.০৭.১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *