মো: শাহনূর, ভৈরব প্রতিনিধি :
২৩ দলীয় ঐক্যজোট মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে আনুষ্ঠানিক প্রচারণার অংশ হিসেবে নিজ জন্মভূমি কুলিয়ারচরে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী শরীফুল আলম। ঢাকার বিভিন্ন থানাসহ ভৈরব ও কুলিয়ারচরে বিগত দিনে ৪২টি মামলায় আসামী হওয়ায় দীর্ঘ পাঁচমাস ধরে নিজ নির্বাচনী এলাকার বাইরে আতœগোপনে থাকার পর সবগুলো মামলায় জামিন নিয়ে মঙ্গলবার বিকেলে গণসংযোগ করেন ভৈরব ও কুলিয়ারচরে। দীর্ঘ পাঁচমাস আত্ম গোপনে থাকায় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সাথে খানিকটা যোগাযোগ কম গেলেও, কমেনি ভালোবাসা। কুলিয়ারচরে পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আসা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের ভালাবাসা পেয়ে শরীফুল আলম কান্নায় ভেঙ্গে পড়েন। কেন্দ্রীয় বিএনপি নেতা শরীফুল আলম এলাকায় আসার খবর পেয়ে দুপুর থেকেই উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্লেকার্ড, পেস্টুন ও ধানের ছড়া হাতে নিয়ে খন্ড খন্ড মিছিলে কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশের একটি মাঠে জড়ো হয় তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে রাস্তায় মানুষের ঢল নামে। কুলিয়ারচরে ঢুকতেই গণমানুষের ঢল দেখে ভালবাসায় সিক্ত হন শরীফুল আলম। পরে শ্লোগানে মুখরিত মিছিলে কুলিয়ারচরবাসীকে হাত নাড়িয়ে নাড়িয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী শরীফুল আলম। তিনি তাঁর বক্তব্যের সময় ভৈরব-কুলিয়ারচরসীর কাছ থেকে পাওয়া ভালবাসা ও তাঁর বাবা মরহুম হাজী সিদ্দিক মিয়ার কথা স্মরণ করে আবারো কান্নায় ভেঙ্গে পড়েন। তাঁর চোখের পানি দেখে কাঁদলেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা। তিনি বলেন, আপনাদের কাছ থেকে দুরে রাখতে ক্ষমতাসীনরা একের পর এক গায়েবী মামলা দিয়ে আমাকে ও আমার বহু নেতাকর্মীকে এলাকার বাইরে রেখেছে। আজ আমরা নিজের ঘর হারা, সংসার হারা। বাড়ি ঘরে ফিরতে পারছিনা। ক্ষমতার কাছে আজ সাধারণ মানুষ জিম্মি হয়ে গেছে। তিনি বলেন, দশবছর পর ভোট হচ্ছে। দলীয় সরকারের অধীনে এই একাদশ নির্বাচন। প্রশাসনের নিকট অনুরোধ করেন অন্য প্রার্থী যেমন সুযোগ সুবিধা পাচ্ছেন প্রচারণার ক্ষেত্রে, তেমনি তার নেতাকর্মীরাও যেন প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পায়। তিনি বলেন, দেশ, জাতি ও গণতন্ত্রের অস্থিত্ব রক্ষার জন্যই এবারের নির্বাচন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন। আমাদের মাতা জেলে আর নেতা তারেক রহমান দেশের বাহিরে। তাদেরকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে আমাদেরকে। আমার বিশ্বাস জনগণ আমাদের সাথে ছিলেন এবং আছেন। আপনারা যদি বিএনপিকে ভালবাসেন তাহলে আগামী ৩০ তারিখ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে গণতন্ত্রের বিজয়কে রক্ষা করবেন। এদিকে কুলিয়ারচর গণসংযোগ শেষে আনুমানিক রাত ৮টায় ভৈরব উপজেলা মিরারচর ও কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ডে গণসংযোগ শেষে শহরের হাজী আসমত কলেজের সংলগ্ন সিএনজি পাম্পের সামনে পথসভায় বিএনপি প্রার্থী মো: শরীফুল আলম ভৈরবের বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় হাজারো নেতাকর্মী তাকে ফুলের মালা ও ধানের ছড়া দিয়ে বরণ করে নেয়। এছাড়াও মাদক মুক্ত ভৈরব চাই এর আহবায়ক ইমতিয়াজ আহমেদ কাজল তাঁর শতাধিক কর্মী ও ভক্ত নিয়ে শরীফুল আলমের হাতে ধানের ছড়া তুলে দেয়ার মাধ্যমে বিএনপিতে যোগদান করেন। শরীফুল আলম বিএনপির নতুনকর্মী ইমতিয়াজ আহমেদ কাজলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়ার সময় নেতাকর্মীদের করতালিতে মুখরিত হয় পথসভাস্থল। গণসংযোগকালে সাথে ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি
এ্যাডভোকেট মশিউর রহমান, সাধারন সম্পাদক নূরুল মিল্লাত, সহ-সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপি সভাপতি হাজি মো. রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শাহ আলম, ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মো. আরিফুল ইসলাম, ভৈরব পৌর বিএনপি সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান প্রমুখ।