সমাধান ডেস্ক: ১০ ই ডিসেম্বর জাতিসংঘ মানবাধিকার দিবসের প্রস্তুতি সভা ও মাসিক সভা অনুষ্ঠিত হয় বিকাল ৩ টায় রোজ গার্ডেন রেষ্টুরেন্ট এর ২য় তলায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা শাখা বাংলাদেশ মানবাধিকার কমিশন এর সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন জুয়েল এবং সভাপতি ও সমাধান টিভির চেয়াম্যান মোঃ আব্দুল লতিফ, বাংলাদেশ মানবাধিকার কমিশন এর কিশোরগঞ্জ (দ:) শাখার আইন বিষয়ক সম্পাদক জেলা এড. খালেকুজ্জামান । আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন এর সদস্য মাসুদুল ইসলাম, শফিকুল ইসলাম, এ.আর. মুশফিক, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, সিরাজ হাওলাদার, আল আমিন, নিজাম উদ্দিন, ওমার ফারুক, আক্রাম হোসাইন। সভা শেষে প্রীতি ভোজের আয়োজন করা হয়।
Related Articles
কুমিল্লার মুরাদ নগরে অসহায় ব্যক্তির বসত বাড়ি জোরপূর্বক উচ্ছেদ করে দখল।
নজরুল ইসলাম: মো: সামসুল হক সরকার, পিতা: মৃত- আসমত আলী সরকার, সাং- রানী মুহুরী, উপজেলা- মুরাদ নগর, জেলা: কুমিল্লা।২০/৯১-৯২ নং বন্দোবস্তা মামলা মূলে ১১ শতাংশ নালিশী ভূমি বন্দোবস্তা পাওয়ার আদেশ করলে, উপজেলা সহকারী কমিশনার ভূমি মহোদয় বিগত ১/৭/১৯৯৫ সালে ৬৮৮ নং স্বারক মূলে সামসুল হক সরকারকে সেলামী/খাজনা পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করে। সামসুল […]
লালমনিরহাটে সন্ধ্যা হলেই নামে হিমবাহ ঠান্ডা
স্থানীয় প্রতিবেদক: তিস্তা, ধরলা, রতনাই-এই তিন নদী ঘেরা উত্তরের জনপদ লামনিরহাট। দেশের অন্যান্য জনপদের চেয়ে এই জেলায় হিমবাহ, কুয়াশা, শীত একটু আগেই চলে আসে। তাই এখানকার মানুষের কষ্ট অনেক বেশি। জেলা ঘুরে দেখা যায়, এবার কুয়াশার প্রকোপ তেমন চোখে পড়ছে না। তবে দিনের বেলা প্রচুর রোদ থাকলেও বেলা গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথে বাড়ে হিমবাহ-ঠাণ্ডা। […]
ভৈরব শ্রীনগর ইউপি নৌকার মাঝি আবুল বাশারের পথসভা জনসমাবেশে পরিনত
মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: গতকাল২৩ ডিসেম্বর বিকালে ভৈরব শ্রীনগর পুরান বাজার মাঠে ভৈরব উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফুল মিয়ার সভাপতিত্বে ভৈরব উপজেলা, শহর আওয়ামীলীগ, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকা পথিকের পক্ষে পথ সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল আকারে সমাবেশে সকলে উপস্থিত হন। উক্ত অনুষ্ঠানে […]