মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরব আগানগর ইউনিয়নে বন্যার্তদের জন্য জি আরের চাউল বিতরণ।
গতকাল ২৪জুলাই রবিবার সকাল ১১ টা হইতে সারাদিন ১০কেজি করে ২০০০ পরিবারের মাঝে চাউল বিতরণ চলছে ।
জি আর এর ২০ টন চাউল পাচ্ছেন আগানগর ইউনিয়নের বন্যায় কবলিত মানুষেরা । আগানগর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির বলেন আজ সকাল থেকে ইউনো স্যারের নির্দেশে তার প্রতিনিধি গণের উপস্থিতিতে জি আর চাউল বিতরন চলছে । চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি উপসহকারী প্রকৌশলী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও সহকারি মিজানুর রহমান,তিনি বলেন‘ ১০ কেজি করে সবাইকে চাউল দেয়া হচ্ছে, আমরা এখানে সরাসরি উপস্থিত থেকে চাউল বিতরণ করছি। কয়েকটি মিডিয়ায় জি আর এর চাউল আত্নসাৎ এর অভিযোগে জানা গেছে, আগানগর ইউনিয়নে চলতি বন্যা ও দুর্যোগের কারণে এলাকার গরিব ও হতদরিদ্রদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য দুটি ডিওতে জিআর বাবদ ২০ টন চাল বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান হুমায়ূন কবির গত ৩০ জুন বরাদ্দ চাল ভৈরব খাদ্যগুদাম থেকে ডেলিভারি নিয়ে এলাকায় চাল নেননি। বিষয়টি ইউনিয়ন পরিষদের মেম্বাররা সম্পূর্ণ অবগত ছিলেন না। এ নিয়ে বেশ কিছু গণ মাধ্যমে তুলপার হয়েছে,এবিষয়ে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন আমাকে ভুল বুঝা হয়েছে, আপনারা খবর নিয়ে দেখেন ইউনিয়ন পরিষদে আগে থেকে টিসিবির ও অন্যান্য পন্য থাকায়, গোডাউনে চাউল রাখার জায়গা সংকটে আমি পরিষদে চাউল আনতে পারি নাই, পরিষদের গোডাউন খালি হওয়ার পর আমি চাউল নিয়ে এসেছি এবং বিতরণ ও করছি, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান সবুজ স্যার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত আছেন।
উক্ত চাউল বিতরণের সময় কয়েকজন ম্যাম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও ভৈরব উপজেলা শাখা এনপিএসের প্রেসিডেন্ট সহ তাদের ঠিম নিয়ে সরেজমিনে প্ররিদর্শন করে কোন অনিয়মের খোঁজ পান নি বলে গণমাধ্যম কর্মীদের জানান।