জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি ॥
ভৈরবে রেলওয়ে জংশন স্টেশনে ৬২২ জন ট্রেন যাত্রীকে আটক ভ্রাম্যমান রেলওয়ের ভ্রাম্যমান আদালত। ট্রেনে বিনা টিকেটে ভ্রমন করায় তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের কাছ থেকে ১ লাখ ২২ হাজার ৮শ ৫০ টাকা জরিমানা সহ ভাড়া আদায় ভ্রাম্যমান আদালতের মেজিষ্ট্রেট। আজ শনিবার সকাল ১০টা থেকে ৪ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানের নেতৃত্বদেন বাংলাদেশ রেলত্তয়ের পূর্বাঞ্চলীয় জোনের প্রধান বানিজ্যিক কর্মকর্তা এস এম মুরাদ হোসেন।
ভৈরব স্টেশন সূত্রে জানা যায়, ভৈরব রেলওয়ে স্টেশনের উপড় দিয়ে চলাচলকারী ১২ টি আন্তঃনগর ট্রেনের যাত্রীদের টিকেট চেক করা হয়। এ সময় বিনা টিকেটে ভ্রমণের দায়ে ওই সব যাত্রীদের আটক করে টিকেটের মূল্য এবং জরিমানা বাবদ ১ লাখ ২২ হাজার ৮শ ৫০ টাকা আদায় করা হয়। ভৈরব রেলওয়ে পুলিশ ও রেলত্তয়ে নিরাপত্তাবাহিনীর সহায়তায় পরিচালিত ওই অভিযানে ভৈরব স্টেশন মাস্টার মো: কামরুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।