মোঃ ছাবিরউদ্দিন রাজু বিশেষ প্রতিনিধি:
ভৈরবে ৫০১তম স্কাউটস ইউনিট লিডার বেসিক ট্রেনিং কোর্সের উদ্ধোধন করা হয়েছে। আজ ৬ নভেম্বর রবিবার বিকেলে ভৈরবের ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চবিদ্যালয় মিলনায়তনে ৫ দিনব্যাপী কোর্সের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভৈরব উপজেলা সহকারী কমিশনার( ভূমি )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ। এ উপলক্ষে কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ লোকমান সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত ) ও উপজেলা স্কাউট কমিশনার আবু হেনা মোহাম্মদ মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সপ্না বেগম, কিশোরগঞ্জ জেলা স্কাউটস এর সম্পাদক মোহাম্মদ আব্দুল আউয়াল মুন্না, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের লিডার ট্রেইনার মোঃ নজরুল ইসলাম, কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস এর সম্পাদক লেঃ মোঃ অহিদুর রহমান, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকন্ঠের নির্বাহী সম্পাদক, মোঃ আলাল উদ্দিন, উপজেলা স্কাউটসের যুগ্ম- সম্পাদক, আবদুল্লাহ আল মাসুদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী কমিশনার আইসিটি মোঃ ইমরান হোসেন,উপজেলা স্কাউট লিডার, মোঃ নান্নু মিয়া ও উপজেলা কাব লিডার মোঃ আশরাফুল আলম। ৫দিনব্যাপী অনুষ্ঠান সকাল সাড়ে ৬টা থেকে প্রতিদিন রাত ৯ টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন উপজেলা স্কাউট কমিটি, ৫দিন ব্যাপী অনুষ্ঠানমালায় থাকবে তাবু জলসা, স্কাউট অভিযান, স্কাউটস কার্নিভাল, স্কাউটস ওন, ও সনদ বিতরণ। উক্ত ইউনিট লিডার বেসিক প্রশিক্ষণ কোর্সে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪৫ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহন করছেন।