Featured দেশজুড়ে

ভৈরবে শিক্ষাবিদ মরহুম অধ‍্যক্ষ আব্দুল মতিন স্মরণে নাগরিক শোকসভা

রিপোর্ট : মোঃ রফিকুল ইসলাম রুবেল:

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কৃতিসন্তান বরেণ্য শিক্ষাবিদ,প্রগতিশীল রাজনীতিবিদ,সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ‍্যক্ষ,বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মতিন স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

১১মার্চ সোমবার সকাল ১১ টায় ভৈরব জিল্লুর রহমান পৌর মিলনায়তনে অনুষ্ঠিত নাগরিক সভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ‍্যক্ষ শরীফ আহমেদ এর পরিচালনায় ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মরহুমের জামাতা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ, কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন, সাবেক সংসদ সদস‍্য, লেখক মোঃ শফিকুল ইসলাম,বিশিষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর মোঃ হেলাল,ভৈরব পৌরসভার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাস, ভৈরব পৌরসভার সাবেক মেয়র হাজী মোঃ শাহীন, ভৈরব উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ জুলহাস হোসেন সৌরভ, মরহুমের জ‍্যেষ্ঠ কন‍্যা শারমিন মতিন মিতু, একমাত্র পুত্র তারেক মাহমুদ মতিন, কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের অধ‍্যক্ষ মোঃ আবু হানিফা, রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট ফিরোজুর রহমান মোল্লা,ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব হাজী আসমত সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ আ ক মোবারক আলী, রায়পুরা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আফজাল হোসাইন,ভৈরব পৌর আওয়ামীলীগ ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস এম বাকী বিল্লাহ, ভৈরব মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ,কালীপুর উচ্চ বিদ্যালয়ের ম‍্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মোঃ ফজলুল হক,জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মানে ভুষিত মোঃ শরীফ হোসেন, হাজী আসমত সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ভৈরব শাখার সাধারণ সম্পাদক আব্দুস সবুর, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন,কবি ও লেখক প্রভাষক মোঃ মহসিন খন্দকার, ভৈরব প্রেসক্লাবের সাবেক অর্থসম্পাদক আব্দুল হাকিম,ও রফিকুল ইসলাম মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহিয়া রহমান তৃপ্তি।

নাগরিক শোকসভায় বক্তরা মরহুম অধ‍্যক্ষ আব্দুল মতিনের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোকপাত করে বলেন তিনি ছিলেন ভৈরবের একজন প্রবীণ শিক্ষাবিদ, প্রগতিশীল রাজনীতিবিদ, মানবাধিকা প্রতিষ্ঠায় একজন নিবেদিত মানবতাবাদী, মুক্তচিন্তার ধারক, মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক, সত‍্যবাদী, ন‍্যায়পরায়ন, মানবিক মানুষ।

এসময় বক্তারা আরো বলেন ভৈরবের কালীপুর গ্রামের শিক্ষাব্যবস্থার উন্নয়নে তার ভূমিকা অনস্বীকার্য।তিনি ভৈরব মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ‍্যক্ষ হিসেবে কলেজটিকে টিকিয়ে রাখার পিছনে এবং আজকের অবস্থানে আনার পিছনে তার অবদান অনেক।তিনি একজন গ্রন্থপ্রেমিক হিসেবেও সমাদৃত। শেষে মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুমের সহধর্মিনী সামসুন্নার মতিন, পরিবারের অন‍্যান‍্য সদসবৃন্দ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকারমুসলমানদের কর্মী, সাংবাদিক, লেখক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *