মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: বন্দরনগরী ভৈরবে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী সফর আলীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপি-৩ ভৈরব ক্যাম্প সদস্যরা। সফর আলী শহরের ঘোড়াকান্দা এলাকার মোঃ আলী আকবর মিয়ার ছেলে। শনিবার রাত সাড়ে ১০ টার সময় সফর আলীকে চন্ডিবেড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় মামলার অভিযুক্ত ৩৬ জনের মধ্যে ৭ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে ভৈরব থানা পুলিশ। এ নিয়ে অভিযুক্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামী সফর আলীকে শহরের চন্ডিবেড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আসামী সফর আলী সরকারি কাজে বাধা প্রদানসহ পুলিশ হত্যা চেষ্টা মামলার ভৈরব থানার এজাহার নামীয় আসামী। গত ১২ ডিসেম্বর ভৈরর থানার এএসআই (নিঃ) মোঃ রেজাউল করিম সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ আব্দুল করিমসহ মাদক মামল গ্রেফতারি পরায়ানাভুক্ত ১ নং আসামী রাসেল (৩০)কে গ্রেফতার করে। এ সময় উক্ত আসামীর ডাক চিৎকারে গ্রেফতারকৃত এজারনামীয় আসামীগন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া এ এস আই মোঃ রেজাউল করিম ও এ এস আই মোঃ আব্দুল করিমের উপর হামলা করে এবং সরকারী কাজে বাধাঁদানসহ ২ পুলিশ কর্মকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। এ ঘটনায় এএসআই মোঃ রেজাউল করিম গত ১৩ ডিসম্বর বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করার পর গত ১৯ ডিসেম্বর রাতে তাকে র্যাব সদস্যরা গ্রেফতার করে ভৈরব থানায় সোপর্দ করেছে।
Related Articles
কোতয়ালী থানায় পৃথক ২ অভিযানে ইয়াবা ও গাজা সহ ৩ জন গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজাশাহ্) ডি.এম.পি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে থানাধীন নয়া সড়ক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই শাওন কুমার বিশ্বাস, এ.এস.আই মোঃ ফারুক হোসেন, এ.এস আই মোঃ আসাদুজ্জামান ও এ.এস.আই মোঃ নুরুজ্জামান এক মাদক বিরোধী অভিযান চালিয়ে থানাধীন ৪৬ নং জিন্দাবাহার লেন এলাকা থেকে ৫৪ পুরিয়া গাজা সহ মুন্সীগঞ্জ জেলাধীন শ্রীনগর থানার […]
ভৈরবে র্যাবের ১০০ কেজি গাঁজাসহ আটক ১, মাইক্রোবাস জব্দ
রিপোর্ট , রফিকুল ইসলাম রুবেল : কিশোরগঞ্জের ভৈরবে ১০০ কেজি গাঁজাসহ হাসান মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক হওয়া হাসান মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট গ্রামে। আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, […]
কিশোরগঞ্জের কটিয়াদিতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় স্কুল শিক্ষকের ওপর হামলা ও মিথ্যা মামলা: স্থানীয়দের মানববন্ধন
মাসুদুল ইসলাম সবুজ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে একদল দুষ্কৃতিকারী অবৈধভাবে বালু উত্তোল করে আসছে দীর্ঘদিন যাবৎ। এর বিরুদ্ধে প্রতিবাদ ও জবানবন্দি দেয়ার জন্য স্থানীয় স্কুল শিক্ষক কামাল উদ্দিনের উপর হামলা করা হয় এবং চাঁদাবাজির মিথ্যা মামলা দেয়া হয়। এই হামলা সুষ্টু বিচার ও মিথ্যা মামলার প্রত্যাহারে দাবিতে স্থানীয় আশ্রয় সামাজিক সংগঠন এর উদ্দ্যোগে এক মানববন্ধনের […]