জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবের গ্রামে নিজ বাসায় রেলকর্র্মী মাহবুবুর রহমান (৩৮) খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী রোকসানা বেগম ও তার প্রেমিক আসিফুর রহমান(২০) কে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে আসিফের দেওয়া তথ্যমতে তার বাড়ীর একটি পুকুরের কচুরী পানার নিচ থেকে রক্তমাথা সার্ট পেন্ট,এবং পাকঘর থেকে ঘুমের ঔষধ মেশানোর শিশি উদ্ধার করা হয়। হত্যাকান্ডে উভয়ে নিজেদের জড়িত করে বিচারিক আদালতের মেজিষ্ট্রেট শহিদুল হক চৌধুরীর নিকট স্বীকারোক্তী মূলক জবান বন্দী প্রধান করেন। পরে আদালত তাদের জেল হাজতে প্রেরন করেন। গতকাল (১ ডিসেম্ভর) রবিবার সকালে নিহতের চাচাতো ভাই আসিফকে নিজবাড়ী থেকে এবং সন্ধায় রোকসানাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতারে করে পুলিশ
পুলিশ জনায় পরকিয়ার জেরে গত ২৮তারিখ বৃহস্পতিবার রাত ৪টার দিকে মাহবুবুর রহমানকে তার নিজবাড়ীতে খুন করে স্ত্রী রোকসানা ও তার প্রেমিক আসিফ। তার পূর্বে রেলত্তয়ের কমলাপুর ওয়ার্কশপের এসএস ফিটার মাহবুব সন্ধায় আসার পর রাতে তাকে পায়েসের সাথে ৩০টি ঘুমের ট্যাবলেট গুড়ো করে খাত্তয়ানো হয়। সে গভীর ঘুমে অচেতন হয়ে পড়লে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রেমিক আসিফ তাকে একের পর এক ছুরিকাঘাত করে হত্যা করে। আর এ কাজে তাকে সহায়তা করেন রোকসানা। পরে নিজেকে নির্দোষ প্রমানের জন্য ছুরি দিয়ে হাতে আঘাত করে ডাকাতীর নাটক সাজানো হয় । এ ঘটনায় নিহতের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জন কে আসামী করে ভৈরব খানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই রোকসানা পুলিশের নজর বন্দীতে ছিল।