বিশেষ প্রতিবেদন

ভৈরবে রক্তঘর সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে এতিম হাফেজদের সাথে একদিন

❝সহযোগিতার হাত বাড়াই রক্ত দেই প্রাণ বাঁচাই ❞

কিশোরগঞ্জের ভৈরবে রক্তঘর সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১বছর পূর্তি উপলক্ষ্যে মাহমুদাবাদ মগল কাজী এতিমখানা প্রাই ৬৫ জন এতিম ও অন্ধ হাফেজদের দুপুরবেলার খাবারের করার ব্যবস্থা করা হয়।

(❝রক্ত ঘর❞ Blood House) মূল উদ্দেশ্য মানুষের সেবায় কাজ করা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা – রফিক ইসলাম মোস্তাক (ইতালি প্রবাসী), সম্মানিত উপদেষ্টা সোলাইমান হোসাইন (ইতালি প্রবাসী), আব্দুর রহিম শেখ, হাসান মাহমুদ পিন্টু, আশার আহমেদ, সৌরভ হাসান, রাসেদুজ্জামান রাসেল, মোহাম্মদ মামুন, মোহাম্মদ রাহি, সাবিন আহমেদ অন্তর, সোহান ইসলাম, আশিক আহাম্মেদ, রেজাউল ইসলাম উদয়, রাকিব হাসান, সোহাগ হাসান, আশরাফ মিয়া। মহিলা স্বেচ্ছাসেবী ছিলেন- রোজা ইসলাম, নুসরাত জাহান, মিতু ইসলাম, অদিতা চৌধুরী, লাকি আক্তারসহ রক্ত ঘরের সকল সদস্য বৃন্দ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভৈরবের রক্ত সৈনিক শামসুল হক বাদল সহ অন্য সংগঠনের স্বেচ্ছাসেবকগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *