জাতীয়

ভৈরবে মেঘনারপাড় থেকে কয়লার স্তুপ স্থানান্তরের দাবীতে মানববন্ধন

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি ॥

“দুষন মুক্ত ভৈরব চাই , পরিবেশ বান্ধব ভৈরব চাই ” এই শ্লোগানকে সামনে রেখে ভৈরবের মেঘনারপাড় ত্রিসেতু এলাকা থেকে ব্যবসায়ীদের মজুদকৃত কয়লার স্তুপ স্থানান্তরের দাবীতে মানব বন্ধন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। নদী দুষন মুক্ত ও পরিবেশ দুষন রোধে এ মানববন্ধন করা হয়।

আজ শনিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরবের সভাপতি তাহমিদ ওয়াসিফ পার্থর সভাপতিত্বে এ মানব ন্ধন অনুষ্টিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রেদুয়ান আহমেদ শোভন , সাবেক সভাপতি জাহিদুল হক পাপ্পু, সাবেক সভাপতি আশফিকুজ্জামান সিদ্দিকি বন্ধন, সাবেক সাধারণ সম্পাদক শাহিদুল হক ইমন , সদস্য কাউছার সিদ্দিকি,, ফুরকান আহমেদ, গোলাম মোস্তফা।

মানববন্ধনে বক্তারা বলেন, কয়লা ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এ মানববন্ধন নয়। মুলত দৃষ্টিনন্দন ভৈরবের একমাত্র বিনোদন কেন্দ্র মেঘনা নদীরপাড়ের ত্রিসেতু এলাকায় ব্যবসায়ীদের স্তুপাকৃতির কয়লার মজুদ রাখার কারণে এখানকার পরিবেশ মারাতœক ভাবে দুষিত হচ্ছে। মেঘনাপাড়কে দুষন মুক্ত রাখতে এখান থেকে মজুদকৃত কয়লা স্থানান্তর করেত   কয়লা ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মানবন্ধনের আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *