মো: রফিকুল ইসলাম রুবেল, ভৈরব প্রতিনিধিঃ ভৈরবে মাদক সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের নৈশ্য প্রহরী মো.কামাল মিয়া (৪৫) কে কুপিয়ে হত্যার ঘটবায় ৪ জন কে গ্রেফতার করেছে র্যাব- ১৪,সিপিসি ৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।গ্রেফতার কৃতরা হল-ভৈরবপুর উত্তর পাড়ার ওহিদ মিয়ার পুত্র মুকৃতাদির( ২৪), কমলপুর ঘোরা কান্দার মারফত আলীর ছেলে ফরহাদ(২৬), রতন মিয়ার ছেলে সাজন( ২৮)ও ও মৃত ফরিদ মিয়ার ছেলে আহসান উল্লাহ (২৬)। ঘটনা সূত্রে জানা যায় গত ২রা ফেব্রুয়ারী বুধবার দিবাগত ভোরে ওমান এর নেতৃত্বে দেশী অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কামাল মিয়া ও জাকির মিয়া কে।পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের কে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থার অবনতি দেখে দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।পরে ঐদিনই রাতে কামাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। নিহত কামাল পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তার তিন মেয়ে দুই ছেলে। সে পরিবারের একমাত্র উপার্জনকারী। স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় শহরের ভৈরবপুর এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী উমান মিয়া দলবলসহ একই এলাকার ঘোড়াকান্দার বাসিন্দা ছাত্তার মিয়ার বাড়ির লোকজনের সাথে মাদক ব্যবসা ও আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্য সংঘর্ষ বাধে। এর পর থেকে সন্ত্রাসী ওমান তার দলবল নিয়ে রাতের বেলা প্রতিপক্ষসহ স্থানীয় বাসিন্দাদের বাড়িতে দেশিয় অস্ত্র নিয়ে বিভিন্ন ধরণের হুমকি দেয় । এই ঘটনার পরই বুধবার ভোর রাতে সন্ত্রাসী উমান বাহিনী সাত্তার মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ফেরার পথে স্থানীয় নিমাণার্ধীন মসজিদের নৈশ্য প্রহরী মো.কামাল মিয়াকে এলোপাতারিভাবে কুপিয়ে গুরুতর জখম করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠালে তার অবস্থা খারাপ দেখে তাৎক্ষণিক ঢাকা মেডিকেলে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বিকেলে মৃত্যুবরণ করেন। উক্ত ঘনায় নিহতের ভাই জামাল বাদী হয়েএজাহার নামীয় মুক্তাদির(২৪),ফরহাদ( ২৬) সাজন মিয়া (২৮) ফরহাদ মিয়া (২৮) সাজন (২৬) ও আহসান উল্লাহ(২৬) সহ অজ্ঞাত আরো ৮/১০ জন কে আসামী করে ভৈরব থানায় একটি মামলা দায়ের কর। র্যার সূত্রে জনা যায় যে কামাল মিয়া ও জাকির মিয়ার সাথে মাদক ব্যবসায়ী ওমান ও তার সহযোগীদের সাথে দীর্ঘ দিন যাবত শত্রুতা পোষন করে আসছে। সেই শত্রুতার জের ধরেই এইনৃশংস হত্যা কান্ডটি ঘটেছে। এরই ধারাবাহিকতায় গতকাল র্যাবের একটি অাভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবপুর উত্তর পাড়ার ওহিদ মিয়ার ছেলে মুক্তাদির,কমলপুরের মারফত আলীর ছেলে ফরহাদ, সাজন মিয়াকে গ্রেফতার করে।উক্ত গ্রেফতারকৃত আসামীদের কে ভৈরব থানার মাধ্যম কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। প্রেস বিজ্ঞপ্তির সময় তিনি আরো বলেন উক্ত হত্যাকান্ডের মূলহোতা ওমান এখনো পলাতক রয়েছে। তাকেও গ্রেফতার করতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
Related Articles
মা মঞ্জিলের মাকে ছেলের র্নিযাতন:গরম ভাতের মার নিক্ষেপ ও শ্বাসরুদ্ধ করে আঘাতের অভিযোগ
মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলাধীন কুলিয়ারচর,শালুয়া ইউনিয়নের দড়ি গাও গ্রামের বৃদ্ধা আবেদা খাতুনের (৫৫) অভিযোগ ৩ ছেলে সন্তানের মা তিনি, স্বামী আনিসুজ্জামান আরশ মিয়া (৬৫) বয়সের কারনে কাজ করতে অক্ষম কিন্তু ৩ টি ছেলে সন্তান রয়েছে বড় ছেলে প্রবাসী, মেজো ছেলে অটো রিক্সা চালক,ছোট ছেলে কাঠ মিস্তরী অল্প আয়ের মানুষ । ৩ […]
ভৈরবের ২ বছরের শিশু’কে ধর্ষণ মামলার আসামী র্যাবের হাতে গ্রেফতার
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি: ভৈরবে দুই বছরের শিশুকে ধর্ষন মামলার আসামী আকরামকে গ্রেফতার করেছে র্যাব -১৪ ভৈরব ক্যাম্প সদস্যগণ। সে মানিকদী পাড়াতলা গ্রামের মো ঃ মিলন মিয়ার ছেলে । এ ঘটনায় আজ দুপুরে সংবাদ সন্মেলন করেন র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের। র্যাব জানায়, গত ১৫ ফেব্রæয়ারী আনুমানিক […]
ভৈরবে একাধিক নৌ-ডাকাতি মামলার আসামি ২ নৌ- ডাকাত গ্রেফতার
জয়নাল আবেদীন রিটন: কিশোরগঞ্জের ভৈরবে পৃথক অভিযানে একাধিক নৌ-ডাকাতি মামলার আসামি ২ নৌ-ডাকাতকে গ্রেফতার করেছে নৌ থানা পুলিশ । গ্রেফতারকৃতরা হলো নরসিংদী রায়পুরা উপজেলা মাঝেরচর গ্রামের মন্না মিয়ার পুত্র জুলহাস ওরফে বিল্লাল( ৩৫) ও ভৈরবের আগানগর ইউনিয়নের আপানগর গ্রামের সাদেক মিয়ার পুত্র সাগর ( ২৫) । গ্রেফতারকৃতদের ডাকাতি মামলায় কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে নৌ-থানা […]