বিশেষ প্রতিবেদন

ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে আগুন দেয়ার ঘটনায় একজন আটক

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্র ভৈরব সাকের্ল কার্যালয়ে আগুন দেয়ার ঘটনায় মোস্তাক (২০) নামে যুবককে আটকের পর সংবাদ সন্মেলন করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন। আজ রবিবার সন্ধায়  ভৈরব থানার অফিসার ইনচার্জ মো ঃ শাহিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল অফিসে আগুন দেয়ার ঘটনা জড়িত একজনকে আটকের কথা সংবাদ সন্মেলন করে সাংবাদিকদের জানান।

সংবাদ সন্মেলনে অফিসার ইনচার্জ মো ঃ শাহিন বলেন , গত ২১শে দিনভর মাদক বিরোধি অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের লোকজন সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।  ঐ অভিযানে মাদকসহ ১১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ দিনই রাতে শহরের আমলাপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল অফিসে দুর্বৃত্তরনা আগুন দিয়ে অফিসের মূল্যবান নথিপত্রসব পুড়িয়ে দেয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্তণ অধিদপ্তর ভৈরব সার্কেল পরিদর্শক মো ঃ  মাসুদুর রহমান বাদী হয়ে অজ্ঞাত সাত আট জনকে আসামী করে একটি মামলা দায়ের করেণ। ঐ মামলায় মোস্তাক নামে এক যুবককে আটক করে আদালতে পাঠালে অীগ্নকান্ডের ঘটনায় মোস্তাকসহ আরো তিনজন জড়িত বলে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্ধী দিয়েছে। মামলার তদন্তন্তের স্বার্থে এমুহুর্তে বাকি আসামীদের নাম প্রকাশ করা যাচ্ছেনা। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *