জয়নাল আবেদীন রিটন:
ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তর ভৈরব সার্কেল অফিসে দুর্বত্তদের আগুনে পুড়ে গেছে অফিসে রক্ষিত মামলার মূল্যবান নথিপত্রসহ বিভিন্ন আসবাবপত্র ।
গতকাল ছিল মাদক বিরোধি যৌথ বাহিনীর বিশেষ অভিযান। এদিনে শহরের বিভিন্ন স্থান থেকে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের নেতৃত্বে চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে আটক করা হয়। এ দিনই দিবাগত রাত আনুমানিক দেড়টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব অফিসে দুর্বত্তরা আগুন লাগিয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সুত্র জানায়। সুত্র আরো জানায় অভিযানে আটককৃত মাদক ব্যবসায়ীদের লোকজন মামলার নথিপত্র নষ্ট করতে পুর্ব পরিকল্পিত ভাবে রাতের গভীরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায় বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডে অফিসের একটি কম্পিউটার, প্রিন্টার , হাতকড়া , ভিডিও ক্যামেরা, চেয়ার টেবিল, ষ্টিলের আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে যায়। অগ্নিকান্ডের ঘটনার সময় অফিস থেকে মুল্যবান কিছু জিনিষি পত্রও নিয়ে যায় দুর্বত্তরা। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল অফিসের পরিদর্শক মো ঃ মাসুদুর রহমান বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তর ভৈরব সার্কেল পরিদর্শক মোঃ মাসুদুর রহমান জানান,
গতকাল সারাদিন যৌথবাহিনী নিয়ে আমরা শহরের বিভিন স্থানে অভিযান চালিয়ে এগার জন মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করি। ধারণা করছি আটককৃত মাদক ব্যবসায়ীর লোকজন ক্ষুব্ধ হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ বিষয়ে আমরা আইনগত ব্যাস্থা নিচ্ছি।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো ঃ শাহিন জানান, খবর পেয়ে আমি রাতেই অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতের আদারে কে বা কাহারা ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে আগুন লাগিয়ে অফিসের কম্পিউটার সহ মূলবান কাগজপত্রাধি পুড়িয়ে ফেলে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধিন। আশা করছি এ ঘটনায় জড়িতরা দ্রæত সময়ের মধ্যে গ্রেফতার হবে।