রাজনীতি

ভৈরবে ভেটেরিনারি রিপ্রেজেনন্টেটিভ এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত

হারুন অর রশিদ, ভ্রাম্যমান প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে ভেটেরিনারি রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ ২২ ফেব্রুয়ারি। আহ্বায়ক কমিটির সভাপতি আব্দুস সালাম খান এর নেতৃত্বে সুষ্ঠু, সুন্দর মনোরম পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল আট ঘটিকায় ভোট গ্রহন শুরু হয়ে দুপুর .০০ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ভোট গ্রহন চলাকালীন সময়ে কোন ধরনের বিশৃংখলা লক্ষ্য করা যায়নি। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ভৈরব মো: রফিকুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা অষ্ট্রগ্রাম ডা. মো: সাইফুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রায়পুরা ডা. মো: আজহারুল ইসলাম, উপসহকারী প্রাণি সম্পদ ময়েজ উদ্দিন, উপস্থিত ছিলেন বিভিন্ন পোল্টি ফিড এর মালিকগণ, উপজেলার বিভিন্ন পল্লী চিকিৎসক, এছাড়াও বিভিন্ন সাংবাদিক ব্যক্তিত্বসহ এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রার্থীদের সাথে কথা বলে জানা যায়, ভেটেরিনারি রিপ্রেজেন্টেটিভ দের সহযোগীতা, সাহায্য, মান উন্নয়ন, সেবা প্রদানসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে কার্যকরী কমিটির নির্বাচন করা হচ্ছে। নির্বাচন শেষে ভোট গননা করে ফলাফল ঘোষনা করা হয়। সভাপতি পদে নির্বাচিত হন সাখাওয়াত হোসেন লেলিন, সিনিয়র সহসভাপতি সুবিদ চন্দ্র ঘোষ, সহসভাপতি আনসারুল ইসলাম আনসার, সাধারন সম্পাদক মো: তোফায়েল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন ভুঈয়া, সহসাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, সমাজ কল্যান, ক্রিয়া, সাংস্কৃতিক সম্পাদক মো: সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক মো: শাহ আলম, প্রচার সম্পাদক মিলন কুমার সরকার, দপ্তর সম্পাদক মো: রফিকুল ইসলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *