রিপোর্ট, মো: রফিকুল ইসলাম রুবেল:
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কালিকাপ্রসাদ ছাত্র কল্যাণ সংসদ কর্তৃক আয়োজিত বিজয় মেলা ২০২২ ইং কালিকাপ্রসাদ মিয়া বাড়ীর মাঠে অনুষ্টিত হয়েছে। উক্ত বিজয় মেলায় কালিকাপ্রসাদ ছাত্র কল্যাণ সংসদের সভাপতি নাঈমুল ইসলাম নাঈম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদ খান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেড ভৈরব এর ব্যবস্থাপনা পরিচালক ডা: মোঃ আজিজুল হক, বিজয় মেলার উদ্বোধন করেন কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লিটন মিয়া, আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর অবসরপ্রাপ্ত বিভাগীয় পরিচালক মোঃ বশির উদ্দিন, রাজউক উত্তরা মডেল কলেজ পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ইয়াসিন খান, সেন্ট্রাল হাসপাতাল ভৈরব এর ব্যবস্থাপনা পরিচালক ডা: মোঃ মিজানুর রহমান কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব বিআরডিবি চেয়ারম্যান নজরুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়িয়া বি আর ডি বি উপপরিচালক সাইফুল ইসলাম, কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল কবির, কালিকাপ্রসাদ তৈয়্যেবা হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা পরিষদের সভাপতি হাজী মোহাম্মদ শাজাহান মিয়া, শ্রমিক কর্মচারী ইউনিয় ( মিল্কভিটা) বাংলাদেশ এর সাবেক সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ফখরুল আলম রতন, যমুনা ব্যাংক লি: নরসিংদী শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মনিরুজ্জামান মুন্না,কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয় (বিদ্যুৎসাহী}
কো-অপ্ট সদস্য রোমানুর জামান রোমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সালাহ উদ্দিন খান, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড নরসিংদী শাখার অফিসার মো: হাফিজ উদ্দিন প্রমূর্খ। সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন বিজয় মেলা উদযাপন কমিটির আহবায়ক শাহজালাল হোসেন রাজু ও সদস্য সচিব পাভেল আহমেদ। আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী বিজয় মেলা।