জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি ॥
কিশোরগঞ্জ্রে ভৈরবে বায়োফ্লক (প্ল¬াস্টিক ড্রামে) প্রযুক্তিতে ভৈরবসহ পাশ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলার অধশতাধিক মাছচাষীদের ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার অর্ধশত মৎস্যচাষী ও বেকার যুবক-যুবতি অংশ নেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা, ভৈরব সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: লতিফুর রহমান, ব্রাক্ষ্মণবাড়িয়া সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুদ্দিন বাবু এবং বায়োফ্লক প্রযুক্তিতে সফল মৎস্যচাষী কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মো: মনির হোসেন।
প্রশিক্ষণে প্রজেক্টরের মাধ্যমে বড়পর্দায় বায়োফ্লক প্রযুক্তিতে মাছ চাষের বিভিন্ন কলা-কৌশল, পদ্ধতি, খাদ্য, পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণার্থীদের সম্যক জ্ঞান দেওয়া হয়। এছাড়াও তথ্যগত বিভিন্ন বিষয় লিখিত শীটের মাধ্যমেও প্রদান করা হয়। প্রশিক্ষণে বায়োফ্লক প্রযুক্তিতে মাছচাষে সফল কয়েকজন তাদের নানা অভিজ্ঞতার তথ্য বিনিময় করেন।