রিপোর্ট, রফিকুল ইসলাম রুবেল: কিশোরগঞ্জের ভৈরবে পুলিশি বাধায় কেন্দ্রীয় বিএনপি ঘোষিত পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল করতে পারেনি বিএনপি। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে না পেরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের বাংলোতে একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আরিফুল ইসলাম অভিযোগ করেন, কর্মসূচী পালনে বাধা দিতে গতকাল রাত থেকেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশী চালায় পুলিশ। অভিযানে সকাল নয়টার দিগে পৌর ছাত্রদলের সদস্য সচিব মুকিত আব্দুল্লাহ ফারুকী ও রাতে পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলেয়ামান মিয়াকে গ্রেপ্তার করে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে। বিএনপির কর্মসূচীতে বাধা, নেতা-কর্মীদের হয়রানী ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানানিয়ে এ সময় তারা বলেন, পৃথিবীর কোনো স্বৈরশাসকই অত্যাচার-জুলুম করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি, হাসিনার সরকারও পারবে না। সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি হাজী মো: শাহিন সরকারের প্রতি আহ্বান করে বলেন, নাৎসী বাহিনীর মতো এমন কাজ করবেন না, যাতে পৃথিবীর সকল মানুষ আপনাদের আজীবন ঘৃণার চোখে দেখবে। এ সময় তারা নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিসহ গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধিতে তীব্র বিক্ষেভ ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
Related Articles
ভৈরবে উনুষ্ঠিত হয়ে গেল ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর বার্ষিক সাধারন সভা-২০১৯।
এ.আর. মুশফিক, স্টাফ রিপোর্টার: সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সভাপতি জনাব নাজমুল হাসান পাপন এমপি, বিশেষ অথিতি ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইসরাত সাদমীন, সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব আব্দুলাহ্ আল মামুন, এছাড়াও সকল পরিচালকবৃন্দ ও সাধারন সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অথিতি ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ তথা […]
কোতয়ালীতে আধা কেজি গাঁজা সহ ১ জন গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্): ডিএমপি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুর রহমানের নেতৃত্বে থানাধীন নয়া সড়ক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোঃ হুমায়ুন কবির, এএসআই মোঃ ফজলুল হক, এএসআই মোঃ কামাল হোসেন ও এএসআই মোঃ আইউল ইসলাম এক মাদক বিরোধী অভিযান চালিয়ে থানাধীন ইসলামপুর এলাকা থেকে কিশোরগঞ্জ জেলা সদরের মোঃ ছিদ্দিক মিয়ার পুত্র মোঃ জুয়েল […]
দুই মামলায় বেগম জিয়ার জামিন!
কুমিল্লায় দায়ের করা হত্যা ও নাশকতার দুইটি মামলায় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা জামিন আবেদন ছয় মাসের জন্য মঞ্জুর করেছেন হাইকোর্ট। তবে নড়াইলের মানহানির অপর একটি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। সোমবার (২৮) সকালে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ […]