রিপোর্ট, মো: রফিকুল ইসলাম রুবেল:
কিশোরগঞ্জের ভৈরবে পল্লী জাগরণী সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সেবার এই মহান ব্রত কে সামনে রেখে ভৈরব উপজেলাস্থ সাতটি ইউনিয়নের কতিপয় ছাত্র ও যুবকদের সাথে নিয়ে রাজু আহমেদ ও শফিকুল ইসলাম শেখের উদ্যোগে আবির মাহমুদ রুবেলের আহবায়নে ২০১১ সালে “পল্লী জাগরণী সংঘ , ভৈরব”নামে এই নির্দলীয় সমাজসেবা সংগঠনটির যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠা লগ্ন থেকে ভৈরবের সাতটি ইউনিয়নে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ১৫ এপ্রিল২০২৩ শনিবার, ভৈরব শহিদ আইভী রহমান স্টেডিয়াম রোডে অবস্থিত প্রধান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে, এতিম-হাফেজ ছাত্রদের মাঝে পাঞ্জাবি বিতরণ ও ভৈরবের বিশিষ্টজনদের সাথে নিয়ে ইফতার, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন, ইউনিয়নের দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ,আকরাম খান রুবেল, সভাপতি পল্লী জাগরণী সংঘ ভৈরব, সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শেখের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ,জাকির হোসেন কাজল, ভৈরব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ ড মোস্তাক আহমেদ বুলবুল,
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আক্তারুজ্জামান খোকা, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য আসমা আহমেদ,সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অলিউল ইসলাম অলি,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম , সাদেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হক, ভৈরব আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান আজাদ, শিমুল কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া রিপন,কালিকা প্রসাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মিয়া, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন উর রশিদ ভূঁইয়া, ভৈরব উপজেলা আওয়ামীলীগের সহপ্রচার সম্পাদক মোশারফ হোসেন মুছা,পৌর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এ কে এম নাজমুল হক,বিআরডিবির চেয়ারম্যান নজরুল ইসলাম খান,সাদেক পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক মাস্টার,আগানগর জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজের সভাপতি সাইফুল ইসলাম সুমন, গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ খান, শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল বাশার, গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাইসার আহমেদ ভূঁইয়া,আগানগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোমেন সিকদার,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আর জুয়েল, শ্রীনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আতাউর রহমান আঙ্গুর, শিমুল কান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন সাত ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ, অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইফতার, আলোচনা ও দোয়া মাহফিল ২০২৩ এর আহবায়ক ইমরান খান ও সদস্য সচিব আব্দুস সালাম, প্রতিষ্ঠাকালীন সভাপতি আবির মাহমুদ রুবেল, ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি রাজু আহমেদকে ধন্যবাদ জানান সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন। অনুষ্ঠানে আর্থিকভাবে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য শ্রীনগর গ্রামের কৃতি সন্তান ,বিশিষ্ট ঠিকাদার, মোমেনুল হক সেলিম ও শিমুলকান্দির কৃতি সন্তান সরকারি হাজী আছমত কলেজের সাবেক ভিপি , মহসিন মিয়াকে ধন্যবাদ জানান যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম।