মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি : জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ভৈরব বাসস্ট্যান্ডে পরিবহণ চালক ও শ্রমিক এবং পথচারীদের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। আজ ১৯ অক্টোবর মঙ্গলবার সকাল দশটায় ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় চত্বরে এ কর্মসূচির উদ্ধোধন করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস এম বাকি বিল্লাহ, নিরাপদ সড়ক চাই নিসচা’র কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য , ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন এর সার্বিক পরিচালনায় অন্যান্যদেরমধ্যে আরো উপস্থিত ছিলেন নিসচা’র সহ – সভাপতি মনিরুজ্জামান ময়না সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রবীন, অর্থ সম্পাদক জালাল আহমেদ,সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন প্রচার সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী, কার্যকরী সদস্য, মোঃ জাকির হোসেন, প্রভাষক এনামুল হক জনি আলম , মাসুদ মিয়া । আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মহিলা কলেজ এর অর্থনীতির অধ্যাপক কাজী শরীয়াতুল্লাহ প্রভাষক মোঃ জহিরুল হক ইকবাল হোসেন, নিসচা কর্মী দোলন আক্তার সাধনা, ডাঃ কামাল হোসেন মাইক্রো চালক সমিতির সভাপতি সুজন স্কাউট সদস্য, হাবসা , শান্তা বৈশাখী বিতার্কি নিশাত ও প্রীতিলা। প্রধান অতিথি ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ ভৈরবের সহস্রাধিক বিভিন্ন বাস , ট্রাক কাভার ভেন মিনিবাস সিএনজি রিকসা চালক ও পথচারীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে নানাবিধ কার্যক্রমের সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
Related Articles
সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকায় সেরা প্রতিবেদক পদক ২০২২ পেলন সাংবাদিক রাজু
সমাধানা ডেস্ক: ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট ও ঢাকা ব্যুরো। সমন্বিত অবস্থানঃ ৩য় স্থান অধিকারী মোঃ সজীব মিয়া অগ্রযাত্রার সম্পাদকের প্রিয়ভাজন উনার নির্দেশে আজ ভৈরব বিএমএসএফ ভৈরব কার্যালয়ে এসে ৮ ম প্রতিনিধি সম্মেলনে ( জাতীয় প্রেসক্লাব) ঢাকা,রাজনৈতিক ও প্রশাসন বিষয়ক সেরা প্রতিবেদক পদক ২০২২ ইং রিপোর্টাস গুপে ১১ তম স্থান অধিকারী মোঃ ছাবির উদ্দিন রাজু পদবী স্টাফ […]
ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেল অফিসে আগুন
জয়নাল আবেদীন রিটন: ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তর ভৈরব সার্কেল অফিসে দুর্বত্তদের আগুনে পুড়ে গেছে অফিসে রক্ষিত মামলার মূল্যবান নথিপত্রসহ বিভিন্ন আসবাবপত্র । গতকাল ছিল মাদক বিরোধি যৌথ বাহিনীর বিশেষ অভিযান। এদিনে শহরের বিভিন্ন স্থান থেকে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের নেতৃত্বে চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে আটক করা হয়। এ দিনই দিবাগত রাত আনুমানিক […]
ভৈরবে ট্রেনে কাটা লাশ উদ্ধার
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে থানাধিন ছয়সুতি ষ্টেশন এলাকা থেকে সোহাগ খাঁনা ( ২৮ ) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ সকাল দশটার সময় এ লাশ উদ্ধার করা হয়। সোহাগ কুলিয়ারচর থানাধিন উত্তর মাঈজগাঁও গ্রামের আকবর খাঁনের ছেলে। পলিশ জানায় আজ সকাল আনুমানিক আটটার সময় খবর পেয়ে চয়সুতি […]