মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি। কিশোরগঞ্জের ভৈরবে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে হিন্দু-মুসলিম সম্প্রীতি রক্ষায় উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক, ইমাম-উলামা, ধর্মীয়গুরু, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফয়সাল হোসেন সৌরভ, চেম্বার সভাপতি আলহাজ¦ মো. হুমায়ূন কবির, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহিন, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, আলেম-উলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ আল আমিন, সার্বজনীন পূঁজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক জিতেন্দ্র চন্দ্র দাস। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, ভৈরব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এনকে সোহেল,আলেম-উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা এনায়েত উল্লাহ ভৈরবী, ভৈরব ড্রাগ এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি শ্রী চন্দন পাল, সাংবাদিক মো. আলাল উদ্দিন প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে কুমিল্লার একটি ঘটনাকে কেন্দ্র দেশের বিভিন্ন স্থানে হিন্দু-মুসলিম সম্প্রীতি বিনষ্টের হীনপ্রচেষ্টার নিন্দা জানান। এইসব ঘটনায় যারা জড়িত, তাদের গ্রেপ্তার করে আইনানুযায়ী কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানান। এ সময় বক্তারা ইসলামে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও জান-মালের হেফাজতে পবিত্র আল কুরআন ও হাদিসে বর্ণিত বিভিন্ন আয়াত সমূহের ব্যাখ্যা করেন। সভায় প্রশাসন, রাজনীতিবিদ, সাংবাদিক -জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হিন্দুদের রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আলেম-উলামাগণ বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও ইসলামী আলোচনায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় কোরআন-হাদিসে বর্ণিত ব্যাখ্যার মাধ্যমে জনগণকে সচেতন করায় ভূমিকা রাখবেন বলে জানান। পুলিশ প্রশাসন যে কোনো অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে ঘোষণা দেন।
Related Articles
কুমিল্লায় আল্লাহর ৯৯ নাম খঁচিত ভাস্কর্যের উদ্বোধন
নজরুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদ নগরে উদ্বোধন হল আল্লাহর ৯৯ নাম খঁচিত ভাস্কর্য। উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা-৩। উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যানসহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ ও নেতা-কর্মীবৃন্দ।
বরিশালের বাকেরগঞ্জে মাদ্রাসার প্রধান শিক্ষকের মাথায় মল ঢেলে লাঞ্চিত করা মামলার প্রধান আসামী গ্রেফতার
বিশেষ প্রতিনিধি সুজন মাহমুদ: গত ২১ শে জুন বৃহঃবার বরিশালের বাকেরগঞ্জের বহুল আলোচিত মামলার প্রধান আসামী জাহাঙ্গীর খন্দকারকে পাবনা জেলার বেড়া এলাকা থেকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানার পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে বাকেরগঞ্জ থানার ওসি আ,জা,মো, মাসুদুজ্জামান বলেন,গত ১১ ই মে বাকেরগঞ্জ উপজেলার কাঠালিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওঃআবু হানিফার মাথায় মল ঢেলে লাঞ্চনার […]
কসবা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
মো: লুৎফর রহমান (খাজা শাহ্) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা প্রেস ক্লাবেরউদ্যোগে বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কম ও ৭১ টিভি জামালপুর প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গত ১৮ জুন প্রতিবাদ সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ঐ দিন সকাল ১১টায় কসবা প্রেসক্লাব চত্তরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। কসবা […]