দেশজুড়ে

ভৈরবে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভা

মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি। কিশোরগঞ্জের ভৈরবে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে হিন্দু-মুসলিম সম্প্রীতি রক্ষায় উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক, ইমাম-উলামা, ধর্মীয়গুরু, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফয়সাল হোসেন সৌরভ, চেম্বার সভাপতি আলহাজ¦ মো. হুমায়ূন কবির, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহিন, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, আলেম-উলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ আল আমিন, সার্বজনীন পূঁজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক জিতেন্দ্র চন্দ্র দাস। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, ভৈরব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এনকে সোহেল,আলেম-উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা এনায়েত উল্লাহ ভৈরবী, ভৈরব ড্রাগ এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি শ্রী চন্দন পাল, সাংবাদিক মো. আলাল উদ্দিন প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে কুমিল্লার একটি ঘটনাকে কেন্দ্র দেশের বিভিন্ন স্থানে হিন্দু-মুসলিম সম্প্রীতি বিনষ্টের হীনপ্রচেষ্টার নিন্দা জানান। এইসব ঘটনায় যারা জড়িত, তাদের গ্রেপ্তার করে আইনানুযায়ী কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানান। এ সময় বক্তারা ইসলামে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও জান-মালের হেফাজতে পবিত্র আল কুরআন ও হাদিসে বর্ণিত বিভিন্ন আয়াত সমূহের ব্যাখ্যা করেন। সভায় প্রশাসন, রাজনীতিবিদ, সাংবাদিক -জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হিন্দুদের রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আলেম-উলামাগণ বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও ইসলামী আলোচনায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় কোরআন-হাদিসে বর্ণিত ব্যাখ্যার মাধ্যমে জনগণকে সচেতন করায় ভূমিকা রাখবেন বলে জানান। পুলিশ প্রশাসন যে কোনো অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *